বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার পাতায় নানান জীবজন্তুর যুদ্ধের কাহিনী উঠে আসে। জঙ্গলের ভেতরে থাকা এই জাতীয় পশুদের জীবনযাপন সম্পর্কিত নানান তথ্য জানতে সাধারন মানুষ বেশ আগ্রহী, তাই এই জাতীয় ভিডিও জনপ্রিয়তাও পায় প্রচুর পরিমাণে। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল (viral) হয়েছে নেটদুনিয়ার পাতায়। যেখানে পরপর দশটি আক্রমণাত্মক পশুর যুদ্ধের চিত্র উঠে এসেছে।
কোনোটিতে দেখা গেছে একদল শিম্পাঞ্জির সাথে একটি একা রেগুনের রক্তারক্তি ভিডিও। আবার কোন একটিতে দেখা গেছে ৩১ ফুট অ্যানাকোন্ডার সাথেই জঙ্গলের চূড়ান্ত হিংস্র বাঘের হাড্ডাহাড্ডি লড়াই। আবার এই তালিকা থেকে বাদ যায়নি কুকুর ও বিড়ালের মজাদার খুনসুটিও!
ইউটিউবে ‘ফ্যাক্ট রিসার্চ’ (fact research) নামের একটি চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল ভিডিওটি। স্বাভাবিকভাবেই এত মজাদার একটি ভিডিও প্রায় এক লাখ ভিউজে এসে দাঁড়িয়েছে। ১৫৫ হাজার মানুষ ভিডিওটি পছন্দও করেছে। ভিডিওর কমেন্ট বক্সে এসে উপস্থিত হয়েছে ১৫০০ কোটিরও বেশি মন্তব্য।