সোশ্যাল মিডিয়াতে যখন যা ট্রেন্ডে থাকে, তখন সেটিতেই গা ভাসায় সাধারণ মানুষ। ঠিক সেরকমই বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষিনারায়নপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ‘ভুবন বাদ্যকর’ (Bhuban Badyakar); যিনি পেশায় একজন বাদাম বিক্রেতা ছিলেন। সেই বাদাম বিক্রির সময় এক বিশেষ গান গাইতেন তিনি, হঠাৎই তার সেই গিমাধ ভাইরাল (viral) হয়ে যায়। তার ওই গানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার পাতা থেকে সে এতটাই জনপ্রিয়তা পায় যে, দেশ ছাড়িয়ে বিদেশের গণ্ডিতেও পা রাখেন ভুবন বাদ্যকর! রীতিমতো সেলিব্রেটি হয়ে ওঠে সে।
অনেকেই হয়তো এই নাম শুনে চমকিত হবে! চমকে যাওয়ার মতনই কথা কারণ; আসল গানটি হলো ‘চড়তি জাওয়ানি’। এই গানের মধ্যেই এক জায়গায় ‘পাঁকা বাদাম’ কথাটি ব্যবহার করা হয়েছে। ‘হর হর শম্ভু’ থেকে খ্যাতিপ্রাপ্ত ফরমানি নাজ সম্প্রতি এই গানটি গেয়ে, নেটদুনিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। গানটির চরিত্রে দেখা গেছে উত্তরপ্রদেশের মেয়ে বংশীতা কে। ‘কাঁচা বাদামের পর আপাতত নেটদুনিয়ার পাতা কাঁপাচ্ছে এই ‘পাঁকা বাদাম’ গানটি।