সৌরভকে ভালোবেসে আজীবন অবিবাহিত কাটিয়েছেন বলিউডে এই অভিনেত্রী

বর্তমানে ভারতীয় টিম রোহিত শর্মার নেতৃত্বে একদিনের বিশ্বকাপ খেলতে ব্যস্ত রয়েছে। ইতিমধ্যে গ্রুপ পর্যায়ের প্রথম ৫টি ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী সংবাদ শিরোনামে রয়েছেন সম্পূর্ণ অন্য কারণে। আপনি জানেন কি, ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে ভালোবেসে সারা জীবন একা কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী? যদি না জেনে থাকেন, তবে আজকের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন-

হ্যাঁ, এমন ঘটনা ঘটেছিল নব্বইয়ের দশকে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তখন তার ক্যারিয়ারের সোনালী অধ্যায়ের মধ্য দিয়ে অতিবাহিত করছিলেন। ঠিক তখনই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী সৌরভ গাঙ্গুলীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। সূত্রের খবর অনুযায়ী, নাগমা মিরাজকার সেই সময় সৌরভ গাঙ্গুলীর কথা ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারতেন না। চলুন জেনে নেওয়া যাক তার অপূর্ন প্রেমের কাহিনী-
নাগমা মিরাজকার তখন হিন্দি চলচ্চিত্র জগতে রাজত্ব করেছেন। ঠিক সেই সময় সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার নাম যুক্ত হয় সোশ্যাল মিডিয়ায়। মনে করা হয়, সৌরভ গাঙ্গুলীর সঙ্গে ঘর বাঁধতে না পেরে নাগমা জীবনে বিয়ে করেননি। আপনাদের জানিয়ে রাখি, যখন সৌরভ গাঙ্গুলির জন্য নাগমার এই একমুখী ভালোবাসার কথা প্রকাশ্যে আসে তার অনেক আগেই সৌরভ গাঙ্গুলী বিয়ে করেছিলেন। যার কারণে চিরকাল এই তারকা অভিনেত্রী কুমারী রয়ে গেলেন। সৌরভ ছাড়া নাগমা তার জীবনে আর কাউকে জায়গা দেননি।
একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নাগমা তার এই একমুখী প্রেমের গল্প প্রকাশ্যে আনেন। তিনি বলেছিলেন যে, “যখন দুটি জিনিসকে একসাথে চাওয়া হয় যখন তখন অবশ্যই একটি জিনিসকে হারাতে হয়। ক্যারিয়ারের দ্বারা যখন প্রভাবিত হতে শুরু করেছিলাম তখন ব্রেকআপের সম্ভবনা নিশ্চিত হয়ে গিয়েছিল। সর্বদা প্রিয় মানুষটিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।” আপনাদের জানিয়ে রাখি, ১৯৯০ সালে মাত্র ১৬ বছর বয়সে সালমান খানের বিপরীতে অভিনয় করে হিন্দি ছবিতে পদার্পণ করেছিলেন নাগমা।