আঙগুলের নখ কে সুরখিত রাখার কিছু সহজ উপায় ,জেনেনিন

হাত-পায়ের নখ ভঙ্গুর, হারায় তার স্বাস্থ্যের উজ্জ্বলতা৷ কিন্তু সামান্য যত্নআত্তি করলেই নখ ফিরে পাবে তার ঔজ্জ্বল্য ও মসৃণতা৷ জানতে চান তা কীভাবে সম্ভব?

এমন ময়েশ্চরাইজ়ার বাছুন, যা হাতের পাশাপাশি নখেও লাগানো সম্ভব: গ্লাইসিন, আলফা হাইড্রক্সি অ্যাসিড, টাইরোসিন আর ভিটামিনে সমৃদ্ধ ময়েশ্চরাইজ়ার নরম রাখবে আপনার হাত, সেই সঙ্গে নখেও এক পরত ময়েশ্চরাইজ়ার লাগালে বজায় থাকবে তার আর্দ্রতা৷ কিউটিকলের পাশেও ময়েশ্চরাইজ়ার লাগাতে ভুলবেন না৷

কাপড় কাচা বা বাসন মাজার সময় গ্লাভস পরুন: রবারের দস্তানা পরে বাড়ির কাজ সারতে পারলে খুব ভালো হয়৷ তাতে হাত বারবার ভিজবেও না, আর্দ্রতাও হারাবে না৷ প্রতিবার কাজকর্ম সেরে যখন বিশ্রাম নিতে বসবেন, তার আগে হাত শুকনো করে মুছে পছন্দের কোনও তেল নখে লাগিয়ে নিন৷ নারকেল তেল, অলিভ অয়েল, সূর্যমুখি তেল… সব চলবে৷ শুধু তেলটা মুছবেন না, নখ যেন তার পুরোটা শুষে নেয়৷

নখের আকার ছোট রাখুন: অন্তত খুব বড়ো নখ না রাখাই ভালো, তাতে নখের যত্ন নিতে সুবিধে হবে৷ নখ ফাইল করার সময় একদিকেই ফাইল চালান, তা না হলে নখ ভঙ্গুর হয়ে পড়তে পারে৷ হাত ধোয়া বা স্নান সেরে বেরনোর পরেই নখ ফাইল করবেন না৷ তখন নখ নরম থাকে, ফলে চট করে ভেঙে যায়৷

সারাক্ষণ নেলপলিশ পরে থাকবেন না: সর্বক্ষণ নেলপলিশ পরে থাকলে সেই কেমিক্যালের প্রভাবে নখের স্বাস্থ্যহানি হয়, নখ শ্বাস নিতে পারে না৷ অ্যাসিটোনযুক্ত নেল পলিশ রিমুভারও নখের স্বাস্থ্যহানির অন্যতম কারণ৷ সপ্তাহে একবারের বেশি নেল পলিশ না ব্যবহার করাই ভালো৷

সপ্তাহে একদিন অন্তত ঈষদুষ্ণ গরম জলে নখ ডুবিয়ে রাখুন: মিনিট দশেক সামান্য গরম জলে নখ ডুবিয়ে রাখার পর ভালো কোনও কিউটিকল অয়েল দিয়ে নখের চারপাশে মালিশ করে নিন৷ স্নানের সময়েও নখের আশপাশে তেল বা পেট্রোলিয়াম জেলির পরত লাগানো জরুরি৷ জানেন কি, হাতের কাছে ভালো কোনও তেল না থাকলে মাখনও লাগানো যায় নখে? এক চামচ অলিভ অয়েল আর আধ চামচ লেবুর রসের মিশ্রণ বানিয়েও নখে তা লাগাতে পারেন৷

খেয়াল রাখুন খাদ্যতালিকার প্রতি: আপনার খাদ্যতালিকায় যথেষ্ট পরিমাণে প্রোটিন, ভিটামিন, ক্যালশিয়াম আর জল আছে তো? পুষ্টিকর খাবার না খেলে কিন্তু নখের স্বাস্থ্য ক্রমশ খারাপ হতেই থাকবে৷ বেশি জল খাওয়া জরুরি কারণ তা আপনার শরীরকে ভিতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করবে৷