টিনের কৌটো বাজিয়ে সম্পূর্ণ খালি গলায় দুর্দান্ত সুরে মহম্মদ রফির গান গাইলেন প্রতিবন্ধী বৃদ্ধ, ভিডিও দেখে প্রশংসায় ভরালেন নেটিজেনরা

‘সোশ্যাল মিডিয়া’ (Social media) বা সামাজিক মাধ্যম বর্তমানে বিশ্বায়নের যুগে মানুষের ভালো থাকার সঙ্গী। সারাদিনে হাজারো ব্যস্ততার মাঝে আমরা সকলেই একটু সময় পেলেই ‘ফেসবুক’ ( Facebook), ‘ইনস্টাগ্রাম’-র ( Instagram) মতো সোশ্যাল মিডিয়ার পেজে চোখ বুলিয়ে নি। যা অবসর সময় কাটানোর পাশাপাশি মনোরঞ্জনের সঙ্গীও বটে। ‘সোশ্যাল মিডিয়া’ (Social Media) খুললেই সারি সারি হরেক রকমের ভিডিও ছবি, যার মধ্যে অনেক নেহাত মজার আবার অনেক কিছুই থাকে যা শিক্ষণীয়। আর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ‘ভাইরাল’ ( Viral) ভিডিও দেখে আমরা সকলেই কমবেশি আনন্দ পাই। তবে শুধু সাধারণ মানুষ বললে একটু ভুল হবে, বর্তমানে তারকারাও সোশ্যাল মিডিয়া দেখতে অভ্যস্থ।

তবে অনেক কিছুই থাকে যা নেটিজেনদের কাছে প্রশংসা কুরিয়ে নেই আবার অনেক কিছুই থাকে যা নেটিজেনদের নজরে ঘৃণ্য।তবে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। যা নেটিজেনদের প্রশংসা পেয়েছে।

‘বাংলা ২৪’ (Bangla 24) নামক এক ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যাতে দেখা যাচ্ছে এক প্রতিবন্ধী বৃদ্ধ হাতে শুধুমাত্র টিনের টুকরো নিয়ে এক মনে জনপ্রিয় ভারতীয় সঙ্গীত শিল্পী ‘মোহাম্মদ রফি’-র (Mohammed Rafi) ‘মেরি মিতবা’ (Meri Mitba) গানটি গেয়ে চলেছেন। যার সুরের জাদুতে মুগ্ধ হয়েছেন শ্রোতারা।

ইতিমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। প্রায় কয়েক কোটি মানুষ বৃদ্ধের গানের প্রশংসা করেছেন। তার সাথে লাইক, কমেন্ট তো আছেই। অনেকে লিখেছেন রফি সাহেব যেখানেই থাকুন না কেন এই বৃদ্ধকে আশীর্বাদ করছেন ঠিক। অনেকে আবার বৃদ্ধ মানুষটির প্রতিভাকে দেব প্রদত্ত বলেছেন।