আজকাল আপনি কি কানে কম শুনছেন? ঘরোয়া উপায়েও পেতে পারনে রেহাই, দেখুন

হটাৎকরে যদি কখনো কানে কম শুনলে বধির হলে বা কান স্তব্ধ হয়ে গেলে এ অবস্থাকে চিকিত্সাবিজ্ঞানের ভাষায় ‘সাডেন সেনসরি নিউরাল হিয়ারিং লস’ বলা হয়ে থাকে।এর পিছনে অনেক কারণ ও রয়েছে।

তবে একটি কারণ হলো ভাইরাসজনিত কারণ। এটি হঠাৎ বধিরতার চিকিত্সা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। যত দেরি হবে, উন্নতির সম্ভাবনা তত কম।

কোনো রোগীর হঠাৎ বধিরতা শুরুর প্রথম দিন থেকে তিন সপ্তাহের মধ্যে শ্রবণের উন্নতি না হলে সেই রোগীর আর ভালো হওয়ার সম্ভাবনা থাকে না।