কয়েক ফোঁটা নারকেল তেলেই দূর হবে সূর্যের কিরণে পোড়া দাগ, বলছে নতুন গবেষণা

শুষ্কতা দূর করতে নারকেল তেল একেবারে ম্যাজিকের মতো কাজ করে।
কীভাবে ব্যবহার করবেন নারিকেল তেল?
রাতে শোয়ার সময় ভালো করে মুখ পরিষ্কার করুন। দু’চামচ নারিকেল তেল অল্প গরম করে, তাতে তুলো ভিজিয়ে মুখে মেখে নিন। হালকা হাতে মাসাজ করুন। ত্বকের শুষ্কতা কমাতে এটা দারুণ কাজ করে।

বলিরেখা মেটাতে নারকেল তেল একেবারে বোটক্সের মতো কাজ করে। রাতে শোয়ার সময় নারকেল তেল মুখে মাসাজ করুন। নিয়মিত এটা করলে দূর হবে বলিরেখা।

রোদে পড়া দাগ তুলতেও নারকেল খুব ভালো ফলদায়ক।

গোসলের পানিতে কয়েক ফোটা নারিকেল তেল ফেলে দিন। এই পানিতে গোসল করলে গায়ের দুর্গন্ধ দূর হবে।

ক্লিনজার হিসেবেও নারিকেল তেল খুব ভালো কাজ দেয়।

মনে রাখবেন
নারিকেল তেল মেখে রোদে বের হবেন না। প্রয়োজনে রাতেই ব্যবহার করুন নারকেল তেল।