অনেকের ঘরেই মাকড়সার উৎপাত দেখা দেয়। বিশেষ করে ঘরের বিভিন্ন কোণায় জাল বিছিয়ে বাসা বাঁধে মাকড়সা। জানেন কি, ঘর বেশি নোংরা থাকলে মাকড়সার আনাগোনা বেড়ে যায়।
একটি দুইটি থেকে মাকড়সার সংখ্যা বাড়তে থাকে। আপনার ঘরেও যদি এমন মাকড়সার উৎপাত দেখা দেয় তাহলে কয়েকটি নিয়ম মানুন-
>> যখনই ঘরের কোনো স্থানে মাকড়সা দেখবেন তখনই উত্খাত করুন। কারণ একটি থেকেই মাকড়সার সংখ্যা বাড়তে শুরু করবে।
>> সপ্তাহে অন্তত একবার ঘরের কোণা ভালো করে ঝেড়ে ফেলুন। ঘরে ময়লা জমলেই মাকড়সার জাল বুনতে সুবিধা হয়।
>> মাকড়সা ঘরে দেখলেই জলে লেবুর রস মিশিয়ে একটি বোতলে নিয়ে স্প্রে করুন মাকড়সার জালে।
>> আবার হলুদ মেশানো জল স্প্রে করেও মাকড়সা দূর করতে পারেন। এটি সপ্তাহে অন্তত একবার করুন। দেখবেন মাকড়সা আপনার ধারে কাছে ঘেঁষবে না।
>> আরেকটি উপায়ে মাকড়সা দূর করতে পারেন। ভিনেগার ও জল একসঙ্গে মিশিয়ে ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড মাকড়সা স্যে করতে পারে না।
>> বছরে একবার দেওয়ালে রং করুন। নতুন রং করা দেওয়ালে মাকড়সা বাসা বাঁধতে পারে না।
>> বৃষ্টির দিনে ঘরের আবহাওয়া স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এসময় দেওয়াল ভেজা থাকলে মাকড়সা বাসা বাঁধতে পারে ঘরে।