পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার মধ্যে ভারতের অবস্থান এই মুহূর্তে তৃতীয়। লোকাল এবং এক্সপ্রেস ট্রেন মিলিয়ে এই মুহূর্তে ভারতে প্রতিদিন প্রায় ১৬,০০০ ট্রেন অপারেট করে রেলওয়ে অফ ইন্ডিয়া। এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে প্রায় ৩ কোটি মানুষ প্রতিদিন নিজেদের গন্তব্যে পৌঁছান। শুধু তাই নয়, প্রতিদিন প্রায় ১,০০০ মালগাড়ি অপারেট করা হয় রেলওয়ে অফ ইন্ডিয়ার দ্বারা। আর এই বিশাল কর্মযজ্ঞ নিয়ন্ত্রিত হয় প্রায় ১২ লাখ কর্মচারীর দ্বারা।
ইতিপূর্বে ভারতীয় রেলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে নাম লিখিয়েছিল রাজধানী এক্সপ্রেস। পাশাপাশি, দুরন্ত এক্সপ্রেসের নামও ছিল সেরাদের তালিকায়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তত্ত্বাবধানে ভারতীয় রেলে বন্দে ভারত এক্সপ্রেস সংযুক্ত করার পর থেকে দ্রুতগতির ট্রেনের চিত্রটা পাল্টেছে আশ্চর্যজনকভাবে। বর্তমানে ভারতীয় রেলওয়ে সবচেয়ে দ্রুতগামী ট্রেন হিসেবে ব্যবহার করছে বন্দে ভারত এক্সপ্রেস।
তবে এতদিন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা বসে ভ্রমণ করতে পারলেও এই প্রথমবার বন্দে ভারত স্লিপার কোচ নিয়ে আসতে চলেছে ভারতীয় রেলওয়ে। ICF জিএম বিজি মাল্য এবং BML সিএমডি শান্তনু রায়ের উপস্থিতিতে BEML-এর ব্যাঙ্গালোর কমপ্লেক্সে বন্দে ভারত স্লিপার রেলের উৎপাদন শুরু হয়েছে। আর রেলের এই বিশেষ কোচের উৎপাদনে সাহায্য করছে চেন্নাই রেলওয়ে ওয়াকসপ।