সুন্দর ঠোঁটের মিষ্টি হাসি সহজেই সবার মন জয় করে নেয়। তবে অনেকেই নানা বদঅভ্যাসের কারণে নিজেদের সুন্দর ঠোঁট জোড়া কালো করে ফেলেন। ধূমপান করার অভ্যাসসহ বিভিন্ন কারণে ঠোঁটে কালচে দাগ দেখা দিতে পারে।
কালচে ঠোঁটে গোলাপি আভা ফিরিয়ে আনতে সাহায্য নিতে পারেন ঘরোয়া পদ্ধতির। যা বেশ কার্যকরীও। চলুন তবে জেনে নেয়া যাক কালচে ঠোঁটে গোলাপি আভা ফিরিয়ে আনার পাঁচ উপায়-
>> অ্যালোভেরা জেল ঠোঁটে লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
>> মোটা দানার চিনির সঙ্গে মাখন মিশিয়ে ঠোঁটে ম্যাসাজ করুন। কালচেভাব কেটে যাবে।
>> আধা চা চামচ হলুদের গুঁড়ার সঙ্গে পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে প্রতিদিন ঠোঁটে ঘষুন। ফলাফল মিলবে দ্রুত।
>> প্রতিদিন দুইবার আধা চা চামচ মধুর সঙ্গে সমপরিমাণ গোলাপজল মিশিয়ে ঠোঁটে লাগান। কালচেভাব দূর হবে।
>> ঠোঁটের কালচেভাব দূর করতে নারকেল তেলের জুড়ি নেই। এর জন্য প্রতিদিন রাতে নারকেল তেল ম্যাসাজ করুন।