দক্ষিণ ভারতীয় মসলাদার সিনেমার সুপারস্টারের সঙ্গে বলিউডের ভিন্ন ধারার সিনেমার ভিলেনের প্রেমের কথা কি কেউ কখনো ভেবেছিলেন? তামান্না ভাটিয়ার রূপে–গুণে মুগ্ধ কোটি ভক্ত। বলিউডেও এক নামে সবাই চেনেন তাঁকে। তাঁর প্রেমে পড়ার মতো মানুষের অভাব নেই। সেই তামান্না ভাটিয়া যাঁর প্রেমে পড়লেন, তাঁকে বড় পর্দায় দেখা যায় অত্যাচারী স্বামী বা সিরিয়াল কিলার হিসেবে। নায়ক নন, ভিলেন হিসেবেই নাম কুড়িয়েছেন তিনি। তিনি ৩৭ বছর বয়সী বিজয় ভার্মা। ‘লাস্ট স্টোরিজ টু’ সিনেমা করতে গিয়ে তাঁদের প্রেমের সূত্রপাত।
২০২২ সালের শেষ দিক থেকেই কানাঘুষা চলছিল তামান্না ভাটিয়া আর বিজয় ভার্মার প্রেমের। তবে কেউই মুখ খুলছিল না।
২০২২ সালের ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে এই জুটিকে একসঙ্গে চুমু খেতে দেখা যায়। এরপর এয়ারপোর্টে, রেস্তোরাঁয় বিভিন্ন সময়ে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন তাঁরা।
‘লাস্ট স্টোরিজ টু’–এর প্রচারণায় অনুপমা চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী তামান্না ভাটিয়া জানান যে তিনি প্রেমে পড়েছেন। আর বিজয় তাঁর ‘হ্যাপি প্লেস’।
ওই সাক্ষাৎকারে তামান্না আরও বলেন, ‘সারা জীবন আমাদের শেখানো হয় যে কিছু পেতে গেলে অনেক কষ্ট করতে হয়। অথচ প্রেমের মতো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি আমি পেয়ে গেলাম কোনো ধরনের প্রচেষ্টা ছাড়াই! একেবারে সহজ, স্বাভাবিক আর স্বতঃস্ফূর্তভাবে’।
তামান্নার নাম না নিয়েই অবশ্য প্রেমের কথা স্বীকার করেছেন বিজয়। তিনি বলেন, লোকে যা বলছে তা মিথ্যা না। তাঁর জীবনে ভালোবাসার অভাব নেই। আর তিনি সুখে আছেন
তামান্না আরও জানান, তিনি এমন নারী, যে ভালোবেসে নিজের সর্বস্ব খোয়াতে পারে। বিজয় পর্দায় যতটা ভয়ংকর, বাস্তবে মানুষ হিসেবে নাকি ততটাই অসাধারণ।
বিজয় ভার্মা আর তামান্না ভাটিয়ার প্রথম কথোপকথন কী ছিল জানেন? তামান্নাই প্রথম কথা বলেন। তিনি জানিয়েছিলেন যে ১৭ বছর ধরে বড় পর্দায় তাঁর ‘নো কিস কনট্রাক্ট’ রয়েছে। অর্থাৎ তামান্না সিনেমায় কাউকে চুমু খেতে পারবেন না। আর সেই শর্ত মেনেই তাঁকে সিনেমায় নিতে হবে। প্রথমবারের মতো ‘লাস্ট স্টোরিজ টু’ সিনেমার জন্য তিনি পর্দায় নায়ককে চুমু খেতে রাজি হন। শুনে বিজয় কী বলবেন বুঝতে না পেরে বলেছিলেন, ‘থ্যাঙ্ক ইউ।’
বিজয় ভার্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, পর্দার রোমান্টিক হিরোর চরিত্র পেলে তিনি করবেন কি না। উত্তরে তিনি বলেছিলেন, ‘কী জানি, করতে পারি। তবে রোমান্টিক হিরোর চরিত্রগুলো খুবই বোরিং। ভিলেনের চরিত্রের নানা রঙের শেড আমাকে রোমাঞ্চিত করে।
তামান্না আর বিজয় দুজনের কেউ নিজেদের সম্পর্কের কথা বেশি দিন গোপন রাখতে পারেননি। এর কারণ হলো, দুজনেই একই ইন্ডাস্ট্রির, তারকা। আর তাঁরা একে অপরের প্রেমে এতটাই মজেছেন যে বিষয়টি গোপন রাখতেও চাননি। তামান্না তো বলেছেনই, ‘যখন কেউ নিশ্চিত থাকে, তখন লুকানোর কিছু থাকে না। দ্বিধা থাকলেই লুকানোর বিষয়টি আসে।’
বিয়ে কবে করবেন? এই প্রশ্নের উত্তরে তামান্না বলেন, ‘প্রেমটা কেবল আমাদের দুজনের বিষয়। তবে বিয়ের সঙ্গে পরিবারও জুড়ে আছে। তাই এখনই বলতে পারছি না।