পড়াশোনা, চাকরি, বিদেশবাস প্রভৃতি নানা কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় পরিবার থেকে আমরা দূরে থাকি, বৃদ্ধ মা-বাবাকে একা রাখতে বাধ্য হই। তবে কিছু লক্ষণ আছে, যেগুলো দেখা গেলে তাঁদের আর একা রাখাটা উচিত বা বিবেচনার কাজ হবে না।
১. হঠাৎ ওজন হারিয়ে ফেলা
আপনার বৃদ্ধ মা-বাবা যদি দ্রুত এবং হঠাৎ ওজন হারাতে থাকেন, বুঝতে হবে তাঁরা নিয়মিত খাচ্ছেন না। স্মৃতিভ্রম বা আলঝেইমারের মতো রোগে আক্রান্ত বৃদ্ধরা অনেক সময় নিয়মিত খাবার খেতে ভুলে যান। তাঁদের স্বাস্থ্যহানি হয়।
এমনটা হলে তাঁদের দেখভালের জন্য বাড়িতে একজন পরিচর্যাকারী রাখুন। কিংবা তাঁকে নিজের কাছে এনে রাখুন। খেয়াল রাখবেন, তাঁরা যেন নিয়মিত খাবার খেতে পারেন।
২. ব্যক্তিগত পরিচ্ছন্নতায় অবহেলা
ডিমেনশিয়া বা আলঝেইমারে আক্রান্ত ব্যক্তিরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যেতে থাকেন। এমনকি গোসল করার মতো নিয়মিত কাজটি করতেও অনেক সময় তাঁরা ভুলে যান। ফলে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখাটা তাঁদের পক্ষে আর হয়ে ওঠে না।
এ ক্ষেত্রে তাঁদের রোজ গোসল করার কথা মনে করিয়ে দিতে হবে। নাহলে পরিচ্ছন্নতার অভাবে তাঁদের শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে।
৩. চেনাজানা জায়গায় গিয়েও দিক হারিয়ে ফেলা
বয়সের ভারে স্মৃতিভ্রম হওয়াটা স্বাভাবিক। বৃদ্ধ মা-বাবা সারা দিন ঘরে বসে থেকে বিরক্ত হয়ে পড়তে পারেন। ফলে একসময় নিজেরাই হাঁটতে বের হন।
অনেক সময় মসজিদ-মন্দির, পার্ক বা বাজারে হাঁটতে গিয়ে দিক হারিয়ে ফেলেন তাঁরা। তাই আপনার বৃদ্ধ মা-বাবাকে চোখে চোখে রাখুন। তাঁদের একা ঘরের বাইরে বের হতে না দেওয়াই শ্রেয়। বাড়ির বাইরে গেলে তাঁদের সঙ্গ দিন।
৪. নিজের ঘর অগোছালো রাখা
জীবনভর গোছালো আর পরিপাটি মানুষটির হঠাৎ অগোছালো হয়ে পড়াটা স্বাভাবিক বিষয় নয়। শুধু ঘর অগোছালো রাখা নয়, আরও অনেক কাজই গুছিয়ে না করতে পারাটাও ভালো লক্ষণ নয়। এগুলো ডিমেনশিয়ার উপসর্গ।
আপনার বৃদ্ধ মা-বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে অগোছালো থাকলে তাঁদের পাশে থাকুন, ঘর গুছিয়ে পরিপাটি করে দিন।
৫. ঘুমের অভ্যাসে পরিবর্তন
ডিমেনশিয়া বা আলঝেইমারের মতো রোগে ঘুমের অভ্যাস পরিবর্তন হয়ে যেতে পারে। সারা রাত জেগে থেকে দিনে ঢুলুঢুলু চোখে বসে থাকা মানেই ঘুমের রুটিন পরিবর্তন। খেয়াল রাখুন, আপনার বৃদ্ধ মা–বাবা এ রকম করছেন কি না। যদি হয়ে থাকে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৬. অপ্রয়োজনীয় ওষুধ সংগ্রহে রাখা
ডিমেনশিয়া বা আলঝেইমারে আক্রান্ত বৃদ্ধরা নিজের প্রয়োজনীয় ওষুধের কথা নিজেরাই ভুলে যান। তাঁদের সংগ্রহে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় নানা ধরনের ওষুধ দেখা যায়। এমন রোগের ওষুধও দেখা যায়, যে রোগ তাঁদের কখনো ছিলই না।
এমন কিছু লক্ষ করলে বৃদ্ধ মা–বাবাকে চোখের আড়াল করা থেকে বিরত থাকুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।
৭. আচরণ উগ্র হয়ে যাওয়া
ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিরা অনেক কিছুই ভুল বুঝতে পারেন। কে তাঁর ক্ষতি করতে পারে আর কে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়—এই দুইয়ের পার্থক্য করতে তাঁরা ব্যর্থ হন। ফলে খুব সন্দেহবাতিকগ্রস্ত হয়ে পড়েন তাঁরা। আচরণে উগ্রতা প্রকাশ পায়।
এমন অবস্থা লক্ষ করলে হতাশ বা বিরক্ত না হয়ে তাঁদের সময় দিন।