যে ৭ লক্ষণসমূহ দেখলে বুঝবেন মা-বাবাকে আর একা রাখা যাবে না, দেখেনিন

পড়াশোনা, চাকরি, বিদেশবাস প্রভৃতি নানা কারণে ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক সময় পরিবার থেকে আমরা দূরে থাকি, বৃদ্ধ মা-বাবাকে একা রাখতে বাধ্য হই। তবে কিছু লক্ষণ আছে, যেগুলো দেখা গেলে তাঁদের আর একা রাখাটা উচিত বা বিবেচনার কাজ হবে না।