হয়তো কোনো আত্মীয়ের বাড়ি বেড়াতে গেছেন, এক মুরব্বি এসে জিজ্ঞেস করলেন, ‘আরেকটা বাচ্চা কবে নিচ্ছ?’ অথবা কাছের এক সহকর্মী গল্পের ছলে বলে বসল, ‘দ্বিতীয় বাচ্চাটা তাড়াতাড়ি নিয়ে নাও।’ আপনি নিজেও নানা ব্যস্ততা আর প্রথম সন্তানের দেখভাল করতে গিয়ে হয়তো মাথাতেই আনেননি আরেকটি সন্তান নেওয়ার কথা। তবে বেশ কিছু কারণে আপনি আরেকটি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।