ঝরঝরে মসৃণ চুলের জন্য হেয়ার ড্রায়ারের সঠিক ব্যবহার জানা জরুরি। ড্রায়ারের ভুল ব্যবহার নষ্ট করে দিতে পারে আপনার চুলের স্বাস্থ্য ও সৌন্দর্য। তাই চুল প্রাণহীন ও রুক্ষ না করতে চাইলে জেনে নিন সঠিকভাবে হেয়ার ড্রায়ার ব্যবহারের কিছু নিয়ম—
সম্পূর্ণ ভেজা চুলে ড্রায়ার ব্যবহার করবেন না
গোসল করা শেষ হতে না হতেই চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার হাতে তুলে নেন অনেকে। পুরোপুরি ভেজা থাকতে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকালে চুলের কোষগুলো ভেঙে যায়। ফলে চুলও হয়ে যায় রুক্ষ। তাই গোসল করেই হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না, বরং তোয়ালে দিয়ে চুল শুকিয়ে নিন। এরপর হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।
তোয়ালে দিয়ে গায়ের জোরে চুল মুছবেন না
আগেই বলেছি, হেয়ার ড্রায়ার ব্যবহারের আগে চুল শুকিয়ে নিতে হবে। কিন্তু তোয়ালে দিয়ে গায়ের জোরে চুল মুছবেন না। চুলের ওপর জোরে জোরে তোয়ালে চালালে চুল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বরং পাতলা তোয়ালে দিয়ে আলতো করে চুল মুছুন। এতে চুল নষ্ট হওয়ার আশঙ্কা বেশ কমে যাবে।
চুল কখনো অতিরিক্ত শুকাবেন না
প্রতিদিন নিয়ম করে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। বরং যেদিন খুব প্রয়োজন, ঠিক সেদিনই হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। নিয়মিত হেয়ার ড্রায়ার ব্যবহারে চুল নষ্ট হয়। চুল শুকিয়ে যাওয়ার পরও হেয়ার ড্রায়ার ব্যবহার করতে থাকবেন না। চুল শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই হেয়ার ড্রায়ার বন্ধ করে ফেলুন।
সব চুল একসঙ্গে শুকাতে যাবেন না
হেয়ার ড্রায়ার দিয়ে একসঙ্গে সব চুল শুকাতে যাবেন না, বিশেষ করে যাঁদের চুল একটু বড়। চুলের গোছা কয়েকটি ভাগে ভাগ করে নিন, এরপর হেয়ার ড্রায়ার চালু করে শুকিয়ে নিন। এতে চুল সহজে নষ্ট হয় না।
মাথার তালুর কাছাকাছি হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না
চুল দ্রুত শুকানোর জন্য তাড়াহুড়া করে অনেকেই মাথার তালুর খুব কাছাকাছি নিয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। এতে চুল দ্রুত শুকিয়ে যায় বটে, কিন্তু অতিরিক্ত তাপ সরাসরি প্রভাব ফেলে মাথার তালুতে। এতে চুলের ও মাথার তালুর ভীষণ ক্ষতি হয়।
এক দিনে একবারের বেশি হেয়ার ড্রায়ার নয়
খুব প্রয়োজন না হলে এক দিনে একবারের বেশি হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। বেশি বেশি হেয়ার ড্রায়ার ব্যবহার চুলের জন্য খুব ক্ষতিকর।
ড্রায়ার ঘোরাতে থাকুন
হেয়ার ড্রায়ার কখনো মাথার এক জায়গায় ধরে রাখবেন না। বরং চুল শুকানোর সময় ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করুন। এক জায়গায় অনেকক্ষণ ধরে রাখলে তা মাথার তালুর ক্ষতি করে।
চুল বাতাসে শুকানো কিংবা তোয়ালে দিয়ে আলতো করে মোছাই সবচেয়ে ভালো। হেয়ার ড্রায়ার বা ফ্ল্যাট আয়রনের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার মূলত দ্রুত চুল শুকানোর জন্য। খেয়াল রাখতে হবে, এসব যন্ত্র যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত না হয়। এতে আপনার মসৃণ চুল রুক্ষ হতে সময় লাগবে না।