চুল পড়া বা অকালপক্বতা নিয়ে কম-বেশি সবাই ভুগে থাকেন। এই সমস্যা নারী-পুরুষ উভয়েরই হয়ে থাকে। অনেকেই এর থেকে নিস্তার পেতে নানান পদ্ধতি অবলম্বন করেন। তবে ফলাফল ভালো হয় না।
এই সমস্যার সমাধানে কোনো প্রসাধনী ব্যবহার না করে, ভেষজ পদ্ধতি বেশ কার্যকরী হয়। এক্ষেত্রে ভৃঙ্গরাজ খুবই উপকারী। ভৃঙ্গরাজকে ভেষজের রাজা বলা হয়ে থাকে। যাদের নিদ্রাহীনতার সমস্যা সমাধানে এই গাছ বেশ কাজে দেয়। তাছাড়া ভৃঙ্গরাজ নতুন চুল গজাতে যাদুর মতো কাজ করে। চুলের অকালপক্বতা রোধ করতেও এর জুড়ি নেই। চলুন জেনে নেয়া যাক এর ব্যবহার পদ্ধতি-
প্রথমে ভৃঙ্গরাজ গাছ ভালোভাবে ধুয়ে নিন। এবার এটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ছাকনি দিয়ে ছেকে নিন। এর সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এবার পরিস্কার চুলে মিশ্রণটি লাগিয়ে নিন। ভালোভাবে চুলের গোড়ায় ও সম্পূর্ণ চুলে লাগাতে হবে। ১৫ থেকে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। পরের দিন শ্যাম্পু করে ফেলুন। দেখবেন খুব দ্রুত ফলাফল আপনার চোখের সামনেই থাকবে।