বয়স হলে কি দাঁত নড়ে যায়? কেন এমন হয়, জানতে পড়ুন এই প্রতিবেদন টি

বয়স্কদের মধ্যে একটা ধারণা কাজ করে যে, বয়স হলেই দাঁত নড়ে যায়, চিকিৎসা বিজ্ঞান এমনটা মানতে নারাজ।

এ বিষয়ে চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন বিএবডিএসের যুগ্ম মহাসচিব ডা. সুজয় দাশগুপ্ত।

জাপানের মানুষের মধ্যে একটি বিশ্বাস কাজ করে, সুস্থ থাকতে হলে ৮০ বছর বয়সে অন্তত ৮টি দাঁতকে সুস্থ ও কার্যক্ষম রাখতে হবে।

আমরা যদি মুখের যত্নে সঠিক শিক্ষা গ্রহণ ও সেটার নিয়মিত অনুশীলন করি, তাহলে আমাদের দাঁতকে মজবুত রাখতে পারি। দাঁত সুস্থ থাকলে শরীর ও মন সুস্থ থাকে। দাঁত নড়ে যাওয়ার নানাবিধ কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

* আঘাত বা দুর্ঘটনা

* দাঁতের ধারক কলাতে প্রদাহ

* হরমোনের প্রভাব

* অসম কামড়

* হাড়ক্ষয় রোগ

* অপচিকিৎসা

কারণ যাই হোক, দাঁত নড়ে যাওয়া কারও কাম্য নয়। আপনার মুখ ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখলে মাড়ির রোগ থেকে সৃষ্টি হওয়া পেরিওডল্টাল রোগ, ব্যাকটেরিয়াল অ্যান্ডোকার্ডাইটিস, ব্রেন স্ট্রেক থেকে রক্ষা পাওয়া যায়।