কার প্রেমে কখন কে পড়বেন তা বুঝে ওঠা বেশ মুশকিল। তবে যারা সিঙ্গেল তারা মনের মানুষ খুঁজে পেতে কতকিছুই না করেন! অনেক পুরুষ আছে যারা পছন্দের সঙ্গীর খোঁজ করেন নানাভাবে।
তবে কাউকে পছন্দ হলেই তো হবে না, তার মনও তো জয় করতে হবে। বিশেষ করে আপনার কিছু অভ্যাসের গুণেই কিন্তু পছন্দের মানুষটি আপনাকে প্রেম নিবেদন করতে পারেন। জেনে নিন নারীরা তার জীবনসঙ্গীর মাঝে কোন কোন অভ্যাস খোঁজেন-
>> একজন নারী সব সময় আত্মবিশ্বাসী পুরুষকে পছন্দ করেন। কিছু বলার আগেই সব বুঝে নেবে কিংবা সব পরিস্থিতিতে পাশে থাকবে এমন পুরুষের সান্নিধ্য পছন্দ করেন নারীরা।
আসলে আত্মবিশ্বাসী পুরুষ অন্যকে অনেকটা সুরক্ষা দিতে পারেন। এক্ষেত্রে সুরক্ষা মানসিকও হতে পারে। তাই আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে।
>> কেউই মনমরা মানুষকে পছন্দ করেন না। নারীরাও চান তার সঙ্গী যেন হাসি-খুশি হন। হেসে খেলে কথা বলা মানুষ অনেক বেশি সদর্থক হন। তাদের পাশে থাকলেই একটা পজিটিভ ভাইব পাওয়া যায়।
এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে, হাসলে মানুষের চেহারা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তাই এমন পুরুষকে মহিলারা অনেকটাই ভালোবাসেন।
>> মনমতো সঙ্গী পেতে শরীরচর্চাও করতে হবে নিয়ম মেনে। আসলে ফিটনেস ভালো রাখাটা খুবই জরুরি। আসলে ফিট থাকা পুরুষরা অনেক বেশি আত্মবিশ্বাসী হন। তাদের কাছে থাকলে নারীরা সুরক্ষিত বোধ করেন।
>> নারীরা তার জীবনসঙ্গীর কাছে নিরাপত্তা খুঁজতে চান। বেশ কিছু গবেষণায় বলা হয়েছে, জীবনসঙ্গীর মধ্যে নারীরা তার বাবার ছাঁয়া খোঁজেন। বাবা নিজের মেয়েকে যেমন যত্নে রাখেন, ঠিক তেমনটাই যেন হন তার জীবনসঙ্গী এমনটিই আশা করেন নারীরা।
>> অনেক পুরুষই প্রেমিকার কথা শোনেন না বা তার মতামতকে প্রাধান্য দেন না। এমন প্রেমিকরা মানুষের উপর চাপিয়ে দেন নিজের মতামত। এমন দৃষ্টিভঙ্গি মোটেও ঠিক নয়। কারও মতামতকে কখনো ছোট করে দেখবেন না