ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়েই বানান কিটি টব, শিখেনিন চটজলদি

প্লাস্টিকের বোতলে জল কিংবা সফট ড্রিংকস খান নিশ্চয়ই? ব্যবহারের পর প্লাস্টিকের বোতল বেশিরভাগ সময় ফেলেই দেয়া হয়। আবার কিছু কিছু সময় এসব বোতল সাময়িক সময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু পুরনো প্লাস্টিকের বোতল ঘরের জন্য যেমন আবর্জনা, তেমনি পরিবেশের জন্যও ক্ষতিকর।

তবে আপনি চাইলে এসব ফেলে দেয়া প্লাস্টিকের বোতল দিয়েই তৈরি করতে পারেন দৃষ্টিনন্দন গাছের টব। বারান্দা সাজানোর পাশাপাশি ইনডোর প্ল্যান্টের সাহায্যে ঘরের সৌন্দর্যও বাড়াতে পারবেন। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করবেন কিটি টব-

>> বোতলের উপরের লেবেল খুলে শুকিয়ে নিন।

>> পার্মানেন্ট মার্কারের সাহায্যে বিড়ালের আকৃতি এঁকে নিন। কানের অংশ দুটি খুব সাবধানে আঁকবেন।

>> বিড়ালের আকৃতি অনুযায়ী কেটে ফেলুন বোতল।

>> সাদা স্প্রে পেইন্টের সাহায্যে রং করে নিন কেটে ফেলা অংশ। রং যেন আশেপাশে ছড়িয়ে না পড়ে সেজন্য কার্ডবোর্ড দিয়ে ঢেকে নিন চারদিক।

>> মার্কার দিয়ে বিড়ালের মুখাকৃতির বাকি নকশা এঁকে নিন। গোলাপি মার্কার দিয়ে কান ও ঠোঁটের অংশ রং করুন।

>> টবের ভেতর মাটি বা জল দিয়ে পছন্দের গাছ রাখুন।