পছন্দের কাপড়ে চায়ের নাছোড় দাগ লাগলে যা করবেন? রইলো উপায়

অনেকের অভ্যাস আছে বিছানায় বসে চা খাওয়ার। তবে অসাবধানতার কারণে হুট করে বিছানায় চা পড়ে গেলে দাগ তো পড়বেই, পুরো বিছানার চাদরটা নষ্ট হয়ে যাবে। অনেকে সঙ্গে সঙ্গেই জলে ভিজিয়ে রাখেন, যাতে দাগ না পড়ে যায়। তবে দাগ যদি পড়েই যায় কী করতে পারেন জেনে নিন।

বেকিং সোডা

এক চামচ বেকিং সোডা চায়ের দাগের ওপর দিয়ে ভালো করে ঘষে নিন। কিছুক্ষণ রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উঠে গেছে।

লবণ

দাগ তোলার সবচেয়ে সাধারণ এবং একটি সহজ উপায় আছে। দাগের জায়গাটি ভিজিয়ে তার উপর বেশ পরিমাণে লবণ লাগিয়ে রাখুন। প্রথমে ভালো করে ঘষে নিন। এরপর ভিনিগার মেশানো জলে এক ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার কাপড় ধোয়ার পাউডার দিয়ে ভাল করে ধুয়ে নিয়ে নিতে হবে।

ভিনিগার

একটি কার্যকর পদ্ধতি হলো ভিনিগারের ব্যবহার। দুই কাপ জলে পাঁচ চামচ ভিনিগার মিশিয়ে নিন। এরপর দাগের জায়গায় স্প্রে করে হালকা করে ঘষে নিন। দাগ হালকা হয়ে যাবে।

টুথপেস্ট

চায়ের দাগের জন্য টুথপেস্টও ব্যবহার করতে পারেন। দাগের ওপর অল্প পরিমাণ টুথপেস্ট লাগিয়ে রাখুন। তারপর কাপড় ধোয়ার পাউডার দিয়ে ধুয়ে ফেলুন।