বাড়িতে কি অতিরিক্ত ইঁদুরের জ্বালাতন, দূর করুন এই উপায়ে

ইঁদুরের উৎপাতে সহ্য করেনি এমন ঘটনা খুবই অপ্রতুল।আমাদের অনেকেরই ঘরে আছে ইঁদুদের যন্ত্রণা।নতুন পুরনো, মূল্যবান কিংবা সস্তা যাই হোক সব জিনিস সহজেই অচল করে দেয় ইঁদুর।সুযোগ পেলে ইঁদুর আপনার ক্ষতি করতে ছাড়বে না। তাই ইঁদুরকে প্রশ্চয় দেয়ার কিছু নেই। তাই আজই তাড়ান ঘরের ইঁদুর।

আসুন জেনে নিই কীভাবে তাড়াবেন ঘরের ইঁদুর।

পুদিনার পাতা, পুদিনার তেল ইঁদুর তাড়াতে পুদিনার পাতা, পুদিনার তেল খুবই কার্যকর। কারণ ইঁদুর পুদিনার পাতা, পুদিনার তেল গন্ধ একদম সহ্য করতে পারে না। তাই ইঁদুরকে আপনার ঘর থেকে বাইরে রাখতে চান তাহলে ঘরের প্রতিটা কোনা ও ইঁদুর থাকার জায়গাগুলোতে পুদিনা পাতা রেখে দিন। আপনার বাড়ির আশপাশে যাতে ইঁদুর ঘোরাঘুরি করতে না পারে এর জন্য বাড়ির চারপাশে পুদিনা গাছ লাগাতে পারেন।

মাথার চুল ইঁদুর তাড়াতে মাথার চুল বেশ কার্যকর। চুল মুখে গেলে বা পায়ে জড়িয়ে গেলে ইঁদুরের মৃত্যু অবধারিত। তাই ইঁদুর তাড়াতে রাতের বেলা আপনার ঘরের মেঝেতে ও ইঁদুরের প্রিয় জায়গাগুলোতে চুল ফেলে রাখতে পারেন।

শুকনো গোবর ইঁদুর মারতে শুকনো গোবর খুব কাজের। কোনো ইঁদুর যদি শুকনো গোবর খেয়ে ফেলে তবে তার মৃত্যু ঠেকানো যাবে না।

গোলমরিচ ইঁদুর মারতে গোলমরিচের জুড়ি নেই। আপনার বাড়ির ইঁদুরের বাসস্থানে গোলমরিচ রেখে দেখুন ইঁদুর মরবেই। গোলমরিচের কটু গন্ধে শ্বাস নেয়াতে ইঁদুরের ফুসফুসে আঘাত লাগায় এরা মারা যায়।

পেঁয়াজ ইঁদুর মারতে আপনি আপনার সুপরিচিত মসলার অন্যতম উপাদান পেঁয়াজ ব্যবহার করতে পারেন। ইঁদুরের গর্তের মুখে পেঁয়াজ কেটে রেখে দিন আর এতেই কাজ হয়ে যাবে।