আইলাইনার লাগাতে গেলেই হাত কাঁপে? তাহলে মেয়েরা এই গোপন টিপস জেনেনিন

চোখের সৌন্দর্য বাড়াতে আইলাইনার ব্যবহারের বিকল্প নেই! আবার আইলাইনার ব্যবহার না করলে চোখের সাজও সম্পন্ন হয় না। অনেকেই চোখে আইলাইনার লাগাতে পারেন না! এ সময় তাদের হাত কাঁপে।

ফলে আইলাইনার সমানভাবে আঁকানো যায় না। তবে কয়েকটি নিয়ম মানলে আপনাকে আর এ সমস্যায় পড়তে হবে না। চলুন তবে জেনে নেওয়া যাক উপায়-

>> বেশিরভাগ নারীই আই মেকআপের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে পড়েন। এর ফলে আইলাইনার লাগানো আরও কঠিন হয়ে পড়ে। এজন্য আইলাইনার ব্যবহারের সময় বসে ধীর স্থির হয়ে নিন।

এরপর চেয়ারে বসে সামনের কোনো একটি টেবিলে একটি আয়না রাখুন। তারপর টেবিলে কনুই রেখে হাতের পাতাটি চিবুকে সাপোর্ট দিয়ে আইলাইনার লাগান।

>> আবার চাইলে ফ্ল্যাগ স্টিকারও ব্যবহার করতে পারেন আইলাইনার লাগানোর সুবিধার্থে। এজন্য দু’টি স্টিকার নিয়ে চোখের আইল্যাশের উপরেরর একটু অংশে লাগান। তারপর ফাঁকা স্থানে আইলাইনার লাগান। এরপর স্টিকারটি তুলে ফেলুন।

>> চাইলে চামচের সাহায্যেও আইলাইনার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে চোখের বাইরের কোণে দুটি উইং আঁকুন। আইলাইনার লাগানোর ক্ষেত্রে এটিই সবচেয়ে কঠিন কাজ। এরপর চামচটি উল্টো করে নিয়ে বাঁকা অংশটি চোখের উপর রেখে সেই বরাবর আইলাইনার লাগিয়ে নিন।

>> সুন্দরভাবে আইলাইনার লাগাতে আইল্যাশ কার্লারও ব্যবহার করতে পারে। এক্ষেত্রে লিকুইড আইলাইনার কার্লারের বাঁকানো অংশে লাগিয়ে চোখে প্রেস করুন। দেখবেন স্ট্যাম্পের মতো চোখে আইলাইনারের ছাপ পড়ে গেছে।

>> এক্ষেত্রে আপনি পেনসিল লাইনারও ব্যবহার করতে পারেন। তাহলেও সুন্দর করে এঁকে নিতে পারবেন চোখ। এসব টিপস মেনে আপনি খুব সহজেই আইলাইনার লাগাতে পারবেন।