ফ্লোরিডায় কুমির ও অ্যালিগেটরের বিরল লড়াইয়ের ভিডিও ভাইরাল
ফ্লোরিডার এভারগ্লেডস ন্যাশনাল পার্কে কুমির ও অ্যালিগেটরের মধ্যে সংঘটিত একটি বিরল লড়াইয়ের ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি অ্যালিগেটর একটি কুমিরকে তাড়া করছে। অ্যালিগেটরটি কুমিরের দিকে তেড়ে আসতেই, কুমিরটি তার মুখে কামড় বসিয়ে দেয়। পরবর্তীতে, অ্যালিগেটরটি কুমিরের গলায় কামড় বসিয়ে দেয় এবং তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। শেষমেশ, দু’টি সরীসৃপই … Read more