পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।
মেষ:
কর্মপ্রার্থীরা কোনো কাজের আশ্বাস পেতে পারেন। কোনো অভিযোগ মানসিক শান্তি নষ্ট করতে পারে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব। সিদ্ধান্ত বাস্তবায়নে প্রচেষ্টা অব্যাহত রাখুন।
বৃষ:
কর্মসূত্রে উন্নতির যোগ। ভালো কাজের স্বীকৃতি। প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। কর্মপরিবেশ বাধামুক্ত। পাওনা আদায়ে অগ্রগতি। রোমান্স শুভ।
মিথুন:
কাজকর্মে উৎসাহ বাড়বে। পারিবারিক জটিলতা দূর হবে। ইতিবাচক সংবাদে আশাবাদী হবেন। যৌথ বিনিয়োগের সুযোগ আসতে পারে। সাধ্যের বাইরে কিছু করবেন না। শরীর ভালো রাখুন।
কর্কট:
কাজে অন্যকে প্রভাবিত করা সহজ হবে। নিকট ভ্রমণ হতে পারে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও কোনো সমস্যার সমাধান হবে। ভ্রমণ শুভ।
সিংহ:
জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকবে। ব্যবসায়ীদের অর্থভাগ্যের কিছুটা পরিবর্তন হবে। কল্যাণকর কাজে যুক্ত থাকবেন। পরিকল্পনা বাস্তবায়নের পথ পাবেন। নিজের ওপর আস্থা রাখুন।
কন্যা:
কর্ম ও আর্থিক ক্ষেত্রে উৎসাহ বাড়বে। হারানো কিছু পুনরুদ্ধার হতে পারে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। জনসমাগম এড়িয়ে চলুন। স্বাস্থ্যের প্রতি নজর দিন।
তুলা:
ভালো কাজের আশ্বাস পাবেন। পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যাবে। ব্যয় বাড়বে। বন্ধুর পরামর্শ কাজে লাগবে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করবেন না। মানসিক চাপ থাকলে সামলে নিন।
বৃশ্চিক:
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি। দীর্ঘদিনের আশা পূরণের সুযোগ আসতে পারে। পাওনা অর্থ কিছু আদায় হতে পারে। বন্ধুর সহযোগিতা পাবেন। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন।
ধনু:
পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। ব্যবসায় উন্নতির যোগ আছে। নতুন কোনো কিছু আলোচনায় আসবে। কর্মরতদের পদোন্নতিসংক্রান্ত জটিলতার প্যাঁচ খুলতে পারে। অন্যের দায়িত্ব নেবেন না।
মকর:
বিদেশসংক্রান্ত কোনো যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। ব্যবসায় জটিলতা দূর হবে। অধীনদের দায়িত্ব দেওয়া ঠিক হবে না। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।
কুম্ভ:
কাজের চাপ থাকবে। বিরূপ সমালোচনার সম্মুখীন হতে পারেন। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকতে পারেন। ভুল সিদ্ধান্ত থেকে সাবধান।
মীন:
সামাজিক যোগাযোগ বাড়বে। যৌথ কাজে অগ্রগতি। সিদ্ধান্তহীনতা কোনো সম্ভাবনাকে নষ্ট করতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে। প্রিয়জনের মতামতকে অগ্রাধিকার দিন।