গ্রীষ্মের তাপ এবং সূর্যের প্রখর রোদ ব্রণ, ছিদ্র এবং রোদে পোড়ার মতো ত্বকের অসংখ্য সমস্যা সৃষ্টি করে। উপযুক্ত স্কিনকেয়ার এসময়ে অতন্ত্য গুরুত্বপূর্ণ। কঠোর আবহাওয়ায় দাগহীন কোমল ত্বক পেতে বিউটি টিপস এবং কৌশল অনুসরণ করা আবশ্যক।
সানস্ক্রিন ব্যবহার করুন
গ্রীষ্মে হ্যান্ডব্যাগে সানস্ক্রিন থাকা জরুরী। রোদে বের হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে সানস্ক্রিন প্রয়োগ করুন। এটি ত্বকের র্যাশ ও রোদে পোড়া ত্বক রোধ করবে।
ঘন ফেসিয়াল ক্রিম এড়িয়ে চলুন
গরমে ঘন ফেসিয়াল ক্রিম ব্যবহার করবেন না। হালকা ক্রিম ব্যবহার করুন। জেল-ক্রিম হালকা হয় তাই গ্রীষ্মের মাসে যখন আর্দ্রতার মাত্রা বেশি থাকে তখন এগুলো ব্যবহার করা ভালো।
গোলাপ জল ব্যবহার করুন
গোলাপ জল ত্বককে উজ্জ্বল ও আলোকিত রাখতে সহায়তা করে। গ্রীষ্মের সময় মুখ এবং ত্বকে প্রতিদিন কয়েকবার গোলাপ জল ব্যবহার করুন। গোলাপ জল প্রচণ্ড গ্রীষ্ম সত্ত্বেও নিস্তেজ ত্বককে উজ্জ্বল এবং নরম করে তুলবে।
ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার করুন
গ্রীষ্ম-বান্ধব চেহারার জন্য ওয়াটার প্রুফ হালকা মেকআপ বেছে নিন। কুলিং মিস্ট মেকআপ সেট করতে এবং এই গরমের মাসে ত্বককে সতেজ রাখার জন্য দুর্দান্ত কাজ করে।
RS