আজকের জোকস: হাসতে বাধ্য আপনি

ট্রেন ফেল করার কারণ কে?
ট্রেন ফেল করে স্টেশনে বসে আছে স্বামী-স্ত্রী। স্বামী স্ত্রীকে বলছেন—
স্বামী: আসার সময় তুমি যদি সাজগোজে এত দেরি না করতে, তা হলে এ ট্রেনটা মিস করতে হত না।
স্ত্রী: তুমিও যদি এ ট্রেনটা ধরবার জন্য এত তাড়াহুড়া না করে আসতে, তা হলে পরের ট্রেনের জন্য এতক্ষণ বসে থাকতে হত না।

****

১ম বন্ধু: পরিস্থিতির ওপর নির্ভর করে সব কিছুই ভালো বা মন্দ লাগতে পারে।
২য় বন্ধু: ঠিক বুঝলাম না দোস্ত।
১ম বন্ধু: যেমন ধরো, স্কুলের ঘণ্টার শব্দ সকালে প্রথম ক্লাস শুরুর আগে খুবই বাজে লাগতে পারে। আবার একই ঘণ্টা যখন শেষ ক্লাস শেষ হওয়ার ঘোষণা দেয়, তখন মধুর লাগে।
২য় বন্ধু: আসলেই তো।

****

‘আই অ্যাম গোয়িং’ এর অর্থ কী?
সালু: দোস্ত, ‘আই অ্যাম গোয়িং’-এর বাংলা কী?
কালু: আমি যাচ্ছি।
সালু: আমারে এর অর্থ তোর কয়া যাইতেই হইব। এভাবে যেতে পারবি না!
কালু: বললাম তো, আমি যাচ্ছি।
সালু: হায় কপাল! এর আগে সাত জনরে জিগাইছি, কেউ জবাব দিলো না। খালি কয়, আমি যাচ্ছি!