উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরে এক বিরল ঘটনার সাক্ষী হলেন স্থানীয়রা। ২০১৭ সালে বাবলু ও রাধিকার বিবাহ সম্পন্ন হয়, এবং তাঁদের দুটি সন্তান রয়েছে। কর্মসূত্রে বাবলুকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হত, সেই সময়ে রাধিকা গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। বাবলু বিষয়টি জানতে পেরে প্রথমে রাধিকাকে সম্পর্ক থেকে সরে আসতে অনুরোধ করেন।
কিন্তু রাধিকা রাজি না হওয়ায়, বাবলু নিজেই স্ত্রীর প্রেমিকের সঙ্গে তাঁর বিবাহের আয়োজন করেন। তবে তিনি স্পষ্ট করেন যে, তাঁদের দুই সন্তানের দায়িত্ব তিনি নিজেই নেবেন, এবং রাধিকা এতে সম্মতি প্রদান করেন। মন্দিরে রাধিকা ও তাঁর প্রেমিকের বিবাহ সম্পন্ন হয়, যেখানে বাবলু নিজে উপস্থিত থেকে সমস্ত আয়োজন সম্পন্ন করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
A husband got his wife married to her lover, They had a relationship for 12 years and also had 2 children, But the Wife was not interested to live in with her husband, Santkabir Nagar Up
pic.twitter.com/tLRuCDZGwA— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 26, 2025