ইনস্টাগ্রামে আসছে এমন এক ফিচার, যা বদলে দেবে ভিডিও দেখার অভ্যেস!

ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য এবার এক নতুন চমক নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি। টিকটকের জনপ্রিয় ফিচার থেকে অনুপ্রাণিত হয়ে ইনস্টাগ্রামে এবার চালু হয়েছে এমন একটি নতুন অপশন, যার মাধ্যমে রিল ভিডিও দ্বিগুণ গতিতে চালানো সম্ভব হবে।

নতুন এই ফিচারটি ‘2x Speed Playback’ নামে পরিচিত। অর্থাৎ আপনি যদি চান, তাহলে কোনো রিল ভিডিও আগের থেকে অনেক দ্রুত—প্রায় ২ গুণ গতিতে—দেখতে পারবেন। এতে ভিডিওর মেসেজটি দ্রুত বোঝা যাবে এবং একসঙ্গে আরও অনেক কনটেন্ট দেখা সম্ভব হবে।

বর্তমানে এই ফিচারটি কিছু ব্যবহারকারীর জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। তবে খুব শিগগিরই এটি সকলের জন্য উপলব্ধ হবে বলে জানা যাচ্ছে।

এই ফিচার ব্যবহারে বিশেষ সুবিধা পাবে সেইসব কনটেন্ট ক্রিয়েটররা যারা শর্ট ফর্ম কনটেন্ট তৈরি করেন বা এডুকেশনাল ভিডিও বানান। দর্শক চাইলে ধীরে কিংবা দ্রুত গতিতেও ভিডিও উপভোগ করতে পারবেন।

তবে প্রশ্ন উঠেছে, এর ফলে ভিডিওর মূল essence বা ব্যালান্স কি নষ্ট হবে না? কনটেন্ট ক্রিয়েটরদের কৌশলও বদলাতে হতে পারে।

ইনস্টাগ্রামের এই পদক্ষেপ টিকটকের বাজারকে কতটা প্রভাবিত করবে, সেটাই এখন দেখার বিষয়।