আমরা অনেকেই ভাবি, পুরনো ঘর মানেই জীর্ণ, পুরনো ও নিস্তেজ পরিবেশ। কিন্তু আপনি জানেন কি? সামান্য যত্ন আর কিছু সহজ পরিবর্তনে পুরনো ঘরও হয়ে উঠতে পারে একদম নতুনের মতো ঝকঝকে ও প্রাণবন্ত।
১. দেওয়ালের রঙ বদলে দিন
ঘরের রঙই ঘরের মেজাজ বদলে দিতে পারে। পুরনো রঙের জায়গায় হালকা বা উজ্জ্বল রঙ দিন যেমন ক্রিম, লাইট ব্লু বা হালকা সবুজ। এতে আলো প্রতিফলিত হয় ও ঘর প্রশস্ত মনে হয়।
২. জানালা আর পর্দায় পরিবর্তন আনুন
পুরনো জানালার কাঠে পালিশ করুন বা ফ্রেমে নতুন রঙ দিন। পর্দার ডিজাইন বদলে ফেলুন — সাদা বা হালকা প্রিন্টের কাপড় ব্যবহার করলে ঘরে আলো আরও ছড়িয়ে পড়বে।
৩. আলো ও লাইটিং এর যত্ন
ঘরের কোণায় কর্নার ল্যাম্প রাখুন, ডাইনিং টেবিলের উপরে ঝাড়বাতি ঝুলিয়ে দিন। আলোর সঠিক ব্যবহার ঘরকে শুধু উজ্জ্বলই নয়, দৃষ্টিনন্দনও করে তোলে।
৪. আসবাবের পরিবর্তন নয়, রূপান্তর করুন
পুরনো ফার্নিচারে নতুন কাভার বা কুশন ব্যবহার করুন। চাইলে কাঠে নতুন পালিশ দিন। এতে আসবাব একেবারে নতুনের মতো লাগবে কিন্তু খরচ হবে অল্প।
৫. ছোট ছোট সাজসজ্জা যুক্ত করুন
দেয়ালে ফটো ফ্রেম, দেয়ালঘড়ি, বা ইনডোর গাছ রাখুন। এই ছোট উপকরণগুলোই ঘরে এনে দেয় নতুন ভাব ও উষ্ণতা।
পুরনো ঘর বদলাতে নতুন কিছু কেনার দরকার নেই। একটু পরিকল্পনা, কিছু যত্ন আর সঠিক সাজসজ্জাই পারে ঘরকে নতুন রূপ দিতে।













