ঈশপের গল্প থেকে বাস্তবে উঠে এসেছে তৃষ্ণার্ত কাক! বোতলে নুড়ি ফেলে জল খেল, ভিডিও ভাইরাল

Viral Video: ছোট বয়সে আমরা সকলেই বড়দের কাছে বিভিন্ন ধরনের রূপকথার গল্প শুনেছি। তবে শুধু রূপকথার গল্প নয়, তার পাশাপাশি বিভিন্ন ধরনের মজাদার গল্পও আমরা শুনেছি কিন্তু সেই সমস্ত গল্প শুধু বইয়ের পাতাতেই দেখা যায়। বাস্তবে তার কোন সন্ধান পাওয়া যায় না। এবার সেই বইয়েরই এক গল্প চাক্ষুষ হলো সবার! এমনই এক ছবি উঠে এলো এক Viral Video তে

সেই তৃষ্ণার্ত কাকের গল্প নিশ্চয়ই সকলের মনে আছে। সেই কাকের গল্প, যে একটি মাটির কলসি থেকে জল পান করেছিল। তবে সেই কলসি একেবারেই ভর্তি ছিল না, বরং প্রায় খালিই ছিল। আর কাকটি তার বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই মাটির কলসির মধ্যে ফেলেছিল নুড়ি-পাথর। যার ফলে কলসির তলায় থাকা জল ওপরে উঠে এসেছিল এবং সেই জল খেয়ে নিজের তৃষ্ণা নিবারণ করেছিল কাক

এই গল্প আমাদের সকলেরই প্রিয় কিন্তু এই ধরনের ঘটনা যদি বাস্তবেই দেখা যেত, তাহলে বেশ ভালই লাগতো। অনেকেই হয়তো বলবেন এই ধরনের ঘটনা দেখা যায় না, কিন্তু সম্প্রতি নেট দুনিয়ায় এই ধরনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, মাঠের মধ্যে পড়ে রয়েছে একটি প্লাস্টিকের বোতল আর তার মধ্যে রয়েছে পানীয় জল

তবে সেই বোতলটি সম্পূর্ণরূপে ভর্তি ছিল না। তাই কাক সহজে সেই জল পান করতে পারেনি কিন্তু তারপরেই দেখা গিয়েছে কাকের বুদ্ধি। ঠিক গল্পের মত কাক তার বুদ্ধিকে কাজে লাগিয়ে জল পান করেছে বোতলটি থেকে! ভিডিওটিতে দেখা গিয়েছে, প্রথমে কাকটি বেশ কিছু পাথর তার ঠোঁটে করে এনে বোতলের মধ্যে ফেলে দেয়। এর ফলে জল বোতলের ওপরের দিকে উঠে আসে। তারপরে সেই পরিশ্রমী এবং তৃষ্ণার্ত কাকটি জল পান করে