৪৮-এ পা রাখলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। জন্মদিন স্বামী রাজ কুন্দ্রা ও পরিবারের সঙ্গেই উদযাপন করেছেন তিনি। এদিন কিছু ছবিতে ভিয়ান, মেয়ে সামিশা এবং একটি একটি ছবিতে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা গেছে শিল্পাকে।
স্ত্রী শিল্পার জন্মদিনে একটি ভিডিও শেয়ার করে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন স্বামী রাজ কুন্দ্রা। তিনি লিখেছেন, ‘আমার প্রাণের স্ত্রী, তোমার সঙ্গেই অনেক চড়াই-উতরাই অতিক্রম করেছি। আমার উপর আস্থা রাখার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার জিব্রাল্টারের শিলা, আমি তোমাকে ভালোবাসি। আরও ভালো স্মৃতি তৈরি করব একসঙ্গে, আমার অ্যাঞ্জেল। তোমাকে শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন ইয়াম্মি মাম্মি..আমার কুকি’।
ভিডিওতে রাজ এবং শিল্পার রোমান্টিক মুহূর্তের ছবি, দুজনের সেলফি, বেড়াতে যাওয়ার ঝলক দেখা মিলেছে। জীবনের নানা কঠিন সময়ে সঙ্গে থাকার জন্য শিল্পাকে ধন্যবাদও জানিয়েছেন রাজ। বিশেষ করে পর্ন কাণ্ডে রাজের পাশে থাকার জন্য শিল্পার কাছে কৃতজ্ঞ তিনি।