অনেকেই ঘর সাজানোর জন্য কিংবা ঘরের বাইরে বাগান সাজানোর জন্য হরেক রকম গাছ লাগিয়ে থাকে। বাস্তুশাস্ত্র মতে অনেক গাছ আবার বাড়ির জন্য শুভ শক্তি বয়ে আনে। তাই নিয়ম মেনে বা বাস্তু মেনে কেউ যদি সঠিকভাবে গাছের পরিচর্যা করতে পারেন, তাহলে সংসার ফুলে-ফেঁপে উঠবে অর্থ সমৃদ্ধিতে। এক্ষেত্রে বিশেষ কয়েকটি গাছ রয়েছে, যেগুলি বাড়ির জন্য অত্যন্ত শুভ। দেখে নিন কি কি।
ডালিম গাছ– বাস্তুমতে বাড়িতে এই গাছ থাকলে, যে কোন ধার থেকে মুক্তি পাওয়া যায়। এই গাছ সুখ-সমৃদ্ধি সবকিছু বাড়িয়ে তোলে। অবশ্যই বাড়ির উত্তর-পূর্ব দিকে এই গাছ লাগানো উচিত।
মানিপ্লান্ট- ঘরের অন্দরমহল সাজানোর জন্য অনেকেই এই গাছ কিনে থাকে। বাস্তুবিদদের মতে, এই গাছ বাড়িতে অর্থ সমৃদ্ধিতে ভরিয়ে তোলে। তবে কখনোই কারোর কাছ থেকে উপহার নিয়ে এই গাছ লাগানো উচিত নয়। সর্বদাই বাড়ির দক্ষিণ-পূর্ব দিকে এই গাছ পোঁতা ভালো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনোই যেন এই গাছের পাতা মাটি না স্পর্শ করে।
বাঁধাকপির চারা– অনেকেই বাড়িতে সবজির ফলনের জন্য বাঁধাকপির চাষ করেঌ বাস্তুমতে এই গাছ কিন্তু বাড়ির জন্য ভীষণই শুভ। এই গাছ বাড়িতে থাকলে কোনদিনও অর্থের অভাব হবে না।
বাঁশ গাছ’- বাড়ির উত্তর-পূর্ব দিকে যদি চাইনিজ বাঁশ থাকে, তা বাড়িতে অর্থ সমৃদ্ধিতে ভরে ওঠে, কোনরকম অভাব থাকে না।
বেল গাছ- মহাদেবের পুজোর কাজে এই বেল দরকার হয়। এই গাছকে সর্বদাই শুভ বলে গণ্য করা হয়। বেলপাতা যে কোন পুজোর জন্যই এক অপরিহার্য জিনিস। এই গাছ বাড়িতে থাকলে কোন অভাব দেখা দেয় না।