আমাদের রোজকার জীবনে এমন বহু নিয়ম রয়েছে, যা অযৌক্তিক হলেও মেনে চলতে হয়। এই বারে এটা করা উচিত, ওই বারে সেটা করা উচিৎ নয়; এমন বহু কথাই আমাদের শুনতে হয়। বার মেনে খাওয়া দাওয়া থেকে শুরু করে চুল-নখ কাটা, সবই করে থাকি আমরা। ঠিক এমন ভাবেই জ্যোতিষ শাস্ত্রের বলছে, এই দিন গুলোয় চুল, নখ কাটলে বিপদ ঘনিয়ে আস্তে পারে আপনার জীবনে ।
নিজেকে পরিস্কার রাখতে অবশ্যই চুল নখ কাটা দরকার কিন্তু জীবনে বিপদ এড়াতে অবশ্যই নির্দিষ্ট দিন মেনে করা উচিৎ। বিশেষ কিছু দিন রয়েছে যেই দিনগুলোতে কখনোই নখ কাটা উচিৎ নয়, তাহলে সংসারে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ। এছাড়া আর্থিক অনটন দেখা দিতে পারে।
শনির হেরফের অনুসারে শনিবার নখ কাটলে আয়ু কমে যায়। এছাড়া পরিবারের দারিদ্রতা নেমে আসে। নানান রোগে আক্রান্ত হওয়ার সমস্যাও দেখা যায়। বৃহস্পতিবারে নখ কাটলে আর্থিক সমস্যার পাশাপাশি শিক্ষা ও জ্ঞান কমে যায় এবং পেটের সমস্যা দেখা দেয়।
রাতে নখ কাটলে তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। জ্যোতিষ শাস্ত্র বলে, রাতের নখ কাটলে জীবনে অনেক নেতিবাচক জিনিস ধেয়ে আসতে পারে। এছাড়া সন্ধ্যার দিকে দেবী লক্ষীর আনাগোনা, তাই সেই সময় নখ না কাটাই উচিত। এতে সংসারে দারিদ্রতা দেখা যায় এবং মা লক্ষী ক্রুদ্ধ হয়ে যান।
**এই প্রতিবেদনটি সার্বিক গণনার ভিত্তিতে লেখা। ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতে পারে।