শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের মতো দাঁতও মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। হাসি ফুটতেই যদি দুইদিকে দুটো গজদাঁত দেখা যায়, তাহলে সে তো তাকে সুন্দরতম ছাড়া আর কিছুই বলার নেই। সাদা ঝকঝকে তকতকে দাঁত যে কারুরই বাহ্যিক গঠন বাড়িয়ে, অনেক বেশি শোভা দেয়। তবে এই দাঁতেই কিন্তু আবার আপনার ভাগ্য বিচার করা যেতে পারে। যেমন দাঁত দেখেই আপনি জেনে যাবেন সংসার জীবন থেকে আর্থিক জীবন অনেক কিছু।
উঁচু-নীচু দাঁত
যাদের দাঁত উঁচু- নীচু কিংবা সুন্দরভাবে গঠিত নয়, তাদের অর্থ, প্রতিষ্ঠা, কর্ম, সুনাম এই সব কিছুই পাওয়ার জন্য অত্যন্ত সংগ্রাম করতে হয়। এছাড়া পরিবার থেকেও প্রচুর চাপ থাকে। দাম্পত্য জীবন খুব একটা ভালো হয় না। সন্তানও ভালো হয় না।
সুগঠিত দাঁত
যে সব ব্যক্তির দাঁত অত্যন্ত সুগঠিতভাবে সজ্জিত থাকে, তাদের ভাগ্য সর্বদাই খুব ভালো হয়। তাদের উপর সিদ্ধিদাতা গণেশের কৃপা থাকে সর্বদা। জীবনের দুঃখ-কষ্ট অনেক কম থাকে।
হলুদ বর্ণের দাঁত
যাদের দাঁত হালকা হালকা হলুদ আভা যুক্ত হয়, তাদের খাওয়ার প্রবণতা খুব বেশি থাকে। এরা অল্প জিনিস পেলে শান্তিতে থাকতে পারে না। জীবন তাদের মাঝারি শান্তিতে চলে। তবে এরা একটু স্বার্থপর এবং অহংকারী হয়ে থাকে।
উজ্জ্বল রং-এর দাঁত
যাদের দাঁত একেবারে সাদা ধবধবে এবং উজ্জ্বল হয়, তারা সমাজের অত্যন্ত সম্মানীয় পদে থাকে। এরা প্রচুর ধনসম্পত্তির মালিক হয়।