গরমের দাবদাহ থেকে বাঁচতে ডাক্তাররা বারংবার পরামর্শ দেয় জল এবং ফল এই দুটোই অত্যাধিক হারে খাওয়ার জন্য। গরমে শরীর ও মনকে স্বস্তি দিতে পারেন আঙ্গুর ও তরমুজের মতন ফল। আঙুরে রয়েছে ভিটামিন এ, বি১, বিC, কে, পটাশিয়াম এবং ম্যাঙ্গেশিয়াম শরীর স্বাস্থ্যের জন্য এই ফল ভীষণভাবে ভালো হয়। তবে জানেন কি শুধুমাত্র জল থেকে আঙ্গুর ফল উৎপন্ন করা যেতে পারে, যা অনেক গুণের উপকারী। তাহলে দেখে নিন ঘরে কি করে সহজ পদ্ধতিতে আঙ্গুর চাষ করবেন।
১) প্রথমে কয়েকটি আঙ্গুরের দানা নিয়ে নিতে হবে।
২) এরপর একটি গোটা পেঁয়াজকে অর্ধেক করে কেটে, আঙুরের মাঝ বরাবর মুখগুলিতে পেঁয়াজের রস লাগিয়ে নিতে হবে।
৩) এরপর একটি প্লাস্টিকের গ্লাসের এদিক-ওদিক ফুটো করে নিয়ে একটি ব্রিজ বানিয়ে নিতে হবে এবং সেই গ্লাসে জল ভর্তি করে নিতে হবে।
৪) এরপর তার মধ্যে আঙ্গুর জলের দিকে মুখ করে বসিয়ে নিতে হবে ।
৫) এরপরে ওগুলোকে একটি পাত্র দিয়ে ঢেকে ১৫ দিন রেখে দিতে হবে।
৬) ১৫ দিন পর দেখা যাবে, চারা গাছ বেরিয়ে এসেছে। পরে সেই গাছগুলিকে যে কোন টবে প্রতিস্থাপিত করা যাবে এবং সেখান থেকে খুব ভালো ফলন হবে।