ঘটে যাবে সর্বনাশ! ভুলেও বাড়ির এই দিকের দেওয়ালে রাখবেন না ঘড়ি

প্রত্যেকটি বাড়িতেই অপরিহার্য জিনিসের মধ্যে অন্যতম হলো ঘড়ি। ঘড়ি ছাড়া দিন যেন চলবেই না! অনেকের বাড়িতে ভালো ভালো দেওয়াল ঘড়ি লাগানো থাকে। তবে বাস্তুশাস্ত্র বলছে এই দেওয়াল ঘড়িও লাগানো উচিত সব দিক মেনে, তা নাহলে জীবনে ঘনিয়ে আসতে পারে বিরাট বড় বিপদ।

বাস্তুবিদরা বলছে ঘড়ি লাগানোর ক্ষেত্রেও বিশেষ কয়েকটি বাস্তুশাস্ত্র মেনে চলতে। তাহলে যে কোন বিপদ খুব সহজেই এড়িয়ে যাওয়া যাবে। তাহলে দেখে নিন সেগুলি কি কি

১) সর্বদাই বাড়িতে পূর্ব বা উত্তর দিকে দেওয়াল ঘড়ি লাগাতে হবে। তবে সেইদিকে জায়গা না থাকলে পশ্চিম দিকের দেয়ালে কখনোই ঘড়ি লাগানো উচিত নয়। এর পাশাপাশি দক্ষিণ দিকের দেয়ালেও ঘড়ি লাগালে, তা বাড়ির জন্য অশুভ শক্তি বয়ে আনবে।

২) দরজার ঠিক উপরের অংশে কখনোই ঘড়ি লাগানো উচিত নয়। এতে আর্থিক অনটন হতে পারে।

৩) ঘড়ির সময় সব সময় কিছুটা এগিয়ে রাখা ভালো। এতে জীবনের সব কাজেই সফলতা অর্জন করা যায়।

৪) বাস্তুশাস্ত্র মতে নীল, কালো বা কমলা রঙের ঘড়ি কখনোই বাড়িতে রাখা উচিত নয়।

৫) বন্ধ ঘড়ি কখনোই বাড়িতে ফেলে রাখতে নেই। এটি অশুভ শক্তির লক্ষণ।

৬) বাড়ির দেওয়ালে সর্বদাই গোল ঘড়ি রাখাই শ্রেয় এটি শুভ।

৭) বেডরুমে বিছানার ঠিক মাথার ওপরে কিংবা পেন্ডুলাম ঘড়ি লাগানো কখনোই উচিত নয়।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ অনুযায়ী প্রতিবেদনটি লেখা। ব্যক্তি বিশেষে এর ফল ভিন্ন হতে পারে।