আপনার সন্তানকে পড়াশোনায় মনসংযোগ বাড়াতে পড়ার টেবিলে রাখুন এই ফুলের গাছ, কাজ হবে ম্যাজিকের মতো

অনেকেরই বাড়িতে ফুল গাছ লাগানোর শখ থাকে। লাল, নীল নানান রঙের ফুলে ভরে উঠবে বাড়ির চারপাশ এটাই অনেকের ইচ্ছা। সেই কারণেই নানান বাহারি ফুল লাগিয়ে থাকে কেউ কেউ। তবে এইসব ফুলের মধ্যে লাল ফুল হিসেবে বিশেষ নজরকারীর ‘জবা ফুল’। বেশিরভাগ ক্ষেত্রেই পূজোর কাছে ব্যবহার হয়ে থাকে এই ফুল। মা কালীর পায়ে নিবেদন করা হয় রক্ত জবা। আবার ত্বক ও চুলের চর্চায় জবা ফুলের ব্যবহার করে থাকে। বাস্তুবিদরা অবশ্য বলছে বাস্তুতন্ত্র মতে, এই জবা ফুলের রয়েছে অনেক শক্তি। যে কোন ঘরোয়া টোটকায় ব্যবহার করা যেতে পারে এই ফুল। অতি সহজেই যে কোন খারাপ দিক সারিয়ে তুলতে পারে এই ফুল।

বাড়িতে সন্তান থাকলে দেখা যায় অনেক সময় তাদের পড়ায়মন বসে না। অনেক চেষ্টার পরেও পরীক্ষায় ভালো ফল আসে না। সেক্ষেত্রে ঘরের যে কোনো কোণে একটি পাত্রে জবা ফুল রেখে দিতে হবে এবং দিনরাত অন্তর অন্তর এই ফুল পরিবর্তন করতে হবে। তাহলে বাচ্চার পড়াশুনায় উন্নতি আসবে।

কারুর বাড়িতে যদি সাংসারিক অশান্তি থাকে, দাম্পত্য কলহ থাকে; সেক্ষেত্রে বাড়ির উত্তর-পূর্ব দিকে জবা ফুলের গাছ বসাতে হবে এবং এই গাছের ফুল দিয়ে পুজো করলে যাবতীয় সমস্যা দূর হবে।

বাড়িতে বিয়ের যোগ্যি মেয়ে থাকলে অবশ্যই মা কালীকে জবা ফুল নিবেদন করতে হবে। এছাড়া আপনার পরম শত্রুকে জবা ফুল উপহার দিলে, শত্রু বন্ধু হয়ে যাবে। এমনকি বাড়ির ঈশান কোণে জবা গাছ বসালে, তা বাড়ির জন্য অত্যন্ত শুভ বার্তা বয়ে আনবে।

Disclaimer: এই প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শ অনুযায়ী লেখা। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।