Vastu Tips: আর্থিক সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না! বাড়ির এই কোণায় লাগান তুলসী গাছ

যেকোনো হিন্দু বাড়িতে তুলসী মণ্ডপ থাকবেই থাকবে। তুলসীকে নারায়ণ রূপে পূজা করে হিন্দু শাস্ত্রের মানুষেরা। এছাড়া জীবনের নানান বিপদ থেকে রক্ষা পেতে এবং সমস্যা মুক্ত জীবন গড়ে তুলতে তুলসী গাছের জুড়ি মেলা ভার। তবে বাস্তুমতে মেনে চলতে হবে বিশেষ কিছু নিয়ম। তুলসী গাছের কাছাকাছি এই কয়েকটি জিনিস কখনোই রাখবেন না, তা না হলে অশুভ শক্তি গ্রাস করবে আপনার সংসারকে!

১) কাঁটা জাতীয় গাছ কখনোই রাখা উচিত নয় তুলসী গাছের পাশাপাশি। এতে জীবনে আসতে পারে অনেক সমস্যা

২) তুলসী গাছের কাছে জুতো বা চটি খোলা কখনোই উচিত নয়। এটি অত্যন্ত অশুভ, এমনকি অভিশাপ পর্যন্ত লাগতে পারে।

৩) তুলসী গাছের কাছাকাছি কখনোই কোন নোংরা ফেলার জায়গাটা বা ডাস্টবিন রাখা উচিত নয়। এতি জীবনে নানান সমস্যা ঘনিয়ে আসবে।

৪) তুলসি গাছকে ৩৩ কোটি দেব-দেবীর সমান ধরা হয়। তবে তুলসি গাছের কাছে শিব লিঙ্গকে রাখা উচিত নয়। তাহলে নিশ্চিত অনিষ্ট ঘটবে।

৫) তুলসী গাছের পাশে ঝাড়ু রাখা উচিত নয়, এতে জীবনের অনেক ক্ষতি হতে পারে।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ অনুযায়ী প্রতিবেদনটি লেখা। ব্যাক্তি বিশেষে এর ফল ভিন্ন হতে পারে।