বাড়ির এই কোণে লাগান অ্যালোভেরা গাছ, কেটে যাবে অর্থনৈতিক সংকট

অ্যালোভেরা গাছের গুণ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। ত্বক চর্চায় সবার শীর্ষস্থানে থাকে এই অ্যালোভেরা। সকলেই বাড়িতে টবে হোক বা মাটিতে অ্যালোভেরা গাছ লাগিয়েই থাকে। তবে ত্বকের পাশাপাশি বাড়ির বাস্তুশাস্ত্রের জন্য এই গাজ অনেকাংশে কাজে দেয়। সঠিক দিকে এই বৃক্ষ রোপন করলে ভাগ্য পর্যন্ত পরিবর্তন হয়ে যেতে পারে।

এছাড়া অ্যালোভেরার রস শুধুমাত্র ত্বক বা চুলের জন্যই উপকারী নয়, অনেকেই অ্যালোভেরা রস দিয়ে শরবত তৈরি করে সেটি পান করে। যা ডায়াবেটিস, ক্যান্সার, খুশকি, কিডনিতে পাথর এই জাতীয় রোগগুলি দূর করে। এবার এইসবের পাশাপাশি যোগ হলো বাস্তুশাস্ত্র (Vastu Shshtra)।

টবে হোক বা মাটিতে অ্যালোভেরা গাজ সবসময় বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগানো উচিত। উত্তর-পূর্ব কোনের যেকোনো অংশেই লাগানো যেতে পারে। তবে অবশ্যই খোলামেলা জায়গায় রাখতে হবে গাছটিকে, কোন বড় গাছ যেন একে আড়াল করতে না পারে। সূর্যের আলো যেনো সঠিকভাবে এই গাছটি পৌঁছাতে পারে। এছাড়া প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে।

দিক না মেনে এই গাছ বসালে এটা খুব একটা শুভ বার্তা বয়ে আনবে না। তবে অ্যালোভেরা গাছ ঘরের ভিতরেও রাখা যেতে পারে তাহলে এটি অক্সিজেনের পরিমাণ বাড়াবে। তবে ঠিক মতো পরিচর্যা করলেই একমাত্র বেড়ে উঠবে এটি।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে লেখা এই প্রতিবেদনটি। তবে ব্যক্তিবিশেষ এর ফল ভিন্ন হতে পারে।