Lifestyle: পেঁপের ভালো ফলন পেতে অবশ্যই ব্যবহার করুন এই পদ্ধতিগুলি, সারাবছর পাবেন পেঁপে

পেঁপের ফলন বছরের কখনো বেশি থাকে, আবার কখনো কম থাকে। তবে পেটের জন্য বেশ উপকারী এই পেঁপে। সারাবছরই পাকা পেঁপে হোক ফল হিসাবে হোক বা কাঁচা পেঁপে শুক্ত রান্নায়, সবই পুষ্টিগুণ সম্পন্ন। আবার অনেকে মাংস রান্নাতেও পেঁপে দিয়ে থাকে।

অনেকের বাড়িতে পেঁপে গাছ দেখা যায়। তবে পেঁপে গাছকে বিশেষ করে কোনো লালন-পালন করতে দেখা যায় না। হয়তো খুব বেশি পরিমাণে পেঁপের ফলন কখনোই হয়না কিন্তু বিশেষ এক পদ্ধতি আছে, যার দ্বারা পেঁপের ফলন হবে সারা বছর। দেখে নিন কি এই পদ্ধতিগুলি।

১) পেঁপে গাছ বসালে তার সার হিসেবে, দো-আশ মাটি, বালি, নিম পাতার খোল খুব ভালো করে বেশি গাছের গোড়ায় দিতে হবে; যাতে গাছটি উপযুক্ত খাবার পায়।

২) যেকোনো মাটিতেই পেঁপে গাছ বসানো যায়, তবে তুলনামূলক উঁচু জমিতে বসালে সেটির ফলন ভালো হয়।

৩) মাঝে মাঝে গাছের গোড়ায় সর্ষের খোল পঁচা দিলে গাছের বৃদ্ধি ভালো হবে।
৪)নরম গাছ ঝড়ে যাতে ভেঙে না পড়ে, তার জন্য একটি কঞ্চি বা লাঠি দিয়ে গাছটি বেঁধে রাখলে বিশেষ ভালো হয়।

৫) নিকাশি ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে, দরকার পড়লে গাছের পাশে একটি নালা করে জল বেরনোর জায়গা করে দিতে হবে।

৭) অনেকগুলি চারা গাছ একসাথে লাগালে, সেক্ষেত্রে প্রত্যেকটি চারা গাছের মাঝখানের দূরত্ব কমপক্ষে ২ মিটার করে রাখতেই হবে।

৮) বীজ সবার প্রথমে টবে দিলে, সেখান থেকে চারাগাছ বড় হলেই তা মাটিতে পুঁতে দিতে হবে। এর জন্য মাটিকে ভালো করে খুঁড়তে হবে এবং নিকাশি ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে।