টাকার জন্য এই কাজ করতে বাধ্য হয়েছিলেন বলি ডিভা রানী মুখার্জী

বলিপাড়ার অন্যতম সফল বাঙালি অভিনেত্রী ‘রানী মুখার্জি’ (Rani Mukherjee)। বাঙালি হয়েও নিজ দক্ষতায় বি টাউনে জায়গা করে নিয়েছিলেন তিনি। প্রায় ২৫ বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে এই প্রথম তিনি স্বীকার করলেন, কেন অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন ! তার জন্য কি রকম ব্যবহার করা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে।

রানী মুখার্জির বাবা ছিলেন নামজাদা পরিচালক। তবে মেয়ে কিন্তু কখনোই অভিনয় জীবনে আসতে চাননি। বরাবরই রানী মুখার্জি চেয়েছিলেন উকিল বা ইন্টেরিয়ার ডিজাইনার হতে। তবে সে পথে বাঁধা দিয়েছিলেন তার মা। নিজেদের পারিবারিক স্বচ্ছলতা না থাকায়, জোর করে মেয়েকে অভিনয় নামিয়েছিলেন তিনি।

তখন রানী মুখার্জি তাদের পারিবারিক অবস্থার কথা বুঝতে পারেনি। সেই সময় কোন বাচ্চাই বুঝতো না, তার বাবা-মা যে ভালো নেই! রানী মুখার্জি অবশ্য জানিয়েছেন, তার মা তাকে কোন জোর করেনি। বলেছিলেন একবার অভিনয় করে দেখতে, তাতে না সফলতা পেলে আবারও পড়াশোনায় মনোযোগ দিতে। এছাড়া অভিনেত্রী এও বলেছিলেন, তাকে ও তার ভাইকে অত্যন্ত সচ্ছলতায় বড় করে তুলেছিলেন তার মা-বাবা।

এখন তিনি ধন্যবাদ জানান তার মাকে কারণ তার অভিনয়ের পেশাটি তৃর জীবনের সব হয়ে উঠেছে। এই পেশাকেই তিনি ভালোবেসে ফেলেছেন। সেই কারণে তার অভিনয় দক্ষতা যেন দিন দিন বেরেই চলেছে। দু’বছর পর আবারও নতুন ভাবে বড়ো পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে। অনির্বাণ ভট্টাচার্যের সাথে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে অভিনয় করতে চলেছেন রানী মুখার্জি। চলতি মাসেই মুক্তি পাবে সেই সিনেমা।