জনপ্রিয়তা পাওয়ার অন্যতম ঠিকানা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। ইন্টারনেটের দ্বারা সারা বিশ্বের মানুষকে, নিজের প্রতিভা দেখানোর সুযোগ করে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। কিছুদিন আগেই রানাঘাটের এক পথভিক্ষুক রানু মন্ডল, এই সোশ্যাল মিডিয়ার দ্বারাই জনপ্রিয়তার চরম শিখরে পৌঁছেছিলেন। লতা মঙ্গেশকারের (Lata Mangeshkar) গান গেয়ে, রীতিমতো বলিউডে পর্যন্ত চলে গিয়েছিলেন গান গাইতে।
এবার সেই পথ ধরেই আরো এক মহিলা তুমুল জনপ্রিয়তা পেলো। সোশ্যাল মিডিয়ার পাতায় ‘রানু মন্ডল’-এর মতনই সেও, লতা মঙ্গেশকরের গান গেয়ে ব্যাপক ভাইরাল হল নেটবাসীদের কাছে। ১৯৬৬ সালে ‘আয় দিন বাহার কে’ সিনেমার ‘শুনো সাজনা পাপিহে নে’ গানটি ওই পথ চলতি মহিলার কন্ঠে শোনা গেছে। গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর, সুর দিয়েছিলেন লক্ষ্মীকান্ত পেয়ারেলাল এবং লিরিক্স লিখেছিলেন আনন্দ বক্সী।
মহিলার গাওয়া গানটির শুরুর দিকের লাইনগুলি দর্শকদের বিশেষ দৃষ্টি আকৃষ্ট করেছে। প্রত্যেকেই ওই মহিলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। জানা গেছে মুম্বাইয়ের মহাবালেশ্বরের বাসিন্দা তিনি। ইনস্টাগ্রামে ১৫ ই নভেম্বর এই ভিডিওটি তুলে ধরা হয়েছিল। ইতিমধ্যেই ভিডিওটি ভিউজ সংখ্যা ছাড়িয়েছে ৬.৫ লক্ষ এবং ৯০ হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছে।
View this post on Instagram
কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের নানান প্রশংসা মূলক মন্তব্যে। কেউ কেউ আবার তাকে রানু মন্ডলের থেকেও অধিক সুরেলা বলে মন্তব্য করেছে! অপর একজন বলেছে, “এই মহিলার সত্যিই আশ্চর্যজনক প্রতিভা রয়েছে”!