সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয়। তার মধ্যে কয়েকটি ভিডিও নিঃসন্দেহে মানুষের মনে আলাদা ভাবে দাগ কেটে দেয়। তেমনই একটি ভিডিও সম্প্রতি সাড়া ফেলেছে নেটপাড়ায়। দেখা যাচ্ছে, একজন ট্রাফিক পুলিশকর্মী হাত দেখিয়ে গাড়ি দাঁড় করাচ্ছেন, আর হাইওয়ে দিয়ে হেঁটে পার হচ্ছে একটি বাঘ। এমন দুর্লভ এবং অদ্ভুত ভিডিও দেখে হতবাক নেটিজেন। (Viral Video)
রাস্তার দু’দিকেই ঘন জঙ্গল। জঙ্গলের এক দিক থেকে আরেকদিকে রাস্তা পার হচ্ছে একটি বাঘ। বাঘটিকে গাছের ফাঁক থেকে বেরিয়ে আসতে আগেই দেখেছিলেন ওই পুলিশকর্মী। ফলে বেশ কিছুটা দূর থেকেই গাড়ি দাঁড় করিয়ে দেন তিনি। এর পর ভিডিওতে দেখা যায়, বাঘটি ধীরে ধীরে জঙ্গলের এক পাশ থেকে বেরিয়ে রাস্তার উপর পার করে অন্যদিকে ঢুকে যায়।
Green signal only for tiger. These beautiful people. Unknown location. pic.twitter.com/437xG9wuom
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 22, 2022
যেন ও জানত, গাড়িগুলি তার জন্যই দাঁড়িয়ে। রাস্তায় দাঁড়ানো যাত্রীরা অনেকেই ওই দৃশ্য মোবাইলে তুলে রেখেছেন। সেই ভিডিওই পরে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে অনেকেই এই ভিডিও দেখে অবাক হয়েছেন। ওই পুলিশকর্মীর মানবিকতা ও সাহসকেও কুর্নিশ জানিয়েছেন তাঁরা। নেটিজেনদের একজন আন্দাজ করেছেন, ভিডিওটি ব্রহ্মপুরী ও মহারাষ্ট্রের নাগবীরের মাঝে জাতীয় সড়কে তোলা।