কোনোরকম বাদ্যযন্ত্র ছাড়াই খালি গলায় দুর্দান্ত গান গেয়ে নেটিজেনদের মুগ্ধ করলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। গানের প্রতি ভালোবাসা আর দুর্দান্ত কন্ঠ দিয়ে মন জয় করে নেন অগণিত মানুষের। খুব কম মানুষ আছেন যে তাঁর গানের প্রেমে পড়েননি।
সম্প্রতি Sakibskmolla নামের এক যুবকের ইন্সট্রাগ্রাম (Instragram) হ্যান্ডেল থেকে ভিডিওটি (Video) ভাইরাল (Viral) হয়েছে নেট মাধ্যমে।ভিডিওতে (Video) দেখা যাচ্ছে যে, ‘যাও পাখি বলো হাওয়া ছলো ছলো’ গানটি গাইছেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।
View this post on Instagram
তাঁর পরণে রয়েছে সাদা রঙের টপ ও নীল রঙের জিন্স। খুব সম্ভবত কোথাও গিয়েছেন তিনি। আর সেখানেই সকলের অনুরোধে ‘অন্তহীন’ সিনেমার এই গানটি গেয়ে শোনান গায়িকা। সম্প্রতি কয়েকমাস আগেই তিনি মা হয়েছেন। শ্রেয়ার কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান দেবায়ন।