ভোজপুরি সিনেমা মানেই উদ্দাম রোমান্স ও গা গরম করা কিছু সিন্। দেশের দর্শকরাও বেশ খোঁজ খবর রাখেন এই সিনেমা জগৎ নিয়ে। আগের থেকে অনেকটাই পরিণত ও রুচিকর সিনেমা তৈরী হচ্ছে সেখানে। সেই সুবাদে ভোজপুরি অভিনেত্রীদের কদর বেড়েছে অনেকখানি। আগে নায়কদের চর্চা বেশি হলেও এখন অভিনেত্রীরা কোনোভাবেই পিছিয়ে নেই। এবার আবারো এক দুর্দান্ত গান ভাইরাল হয়েছে।
- Film : ‘ক্র্যাক ফাইটার’ (Crack Fighter)
- Song : ‘ধীবাড়ি মে রাহুয়ে না তে’ (Dhibari Me Rahue Na Te)
- Singer : গানটি গেয়েছিলেন পবন সিং ও ইন্দু সোনালী।
- Song Story : ভিডিওর শুরুতেই বন্ধ ঘরের মধ্যে বিছানার উপরে উপস্থিত হলেন নিধি। পরনে তার লাল রংয়ের শাড়ি ও হাফ স্লীভ ব্লাউজ। তার কামুক শরীরের চাহুনি কার্যত পবনকে গরম করে তুলেছে। দুজনেই নাচ ও গানে মত্ত হয়ে উঠেছেন। গানের মধ্যেকার দুজনের মাখো মাখো রোমান্স কার্যত সব কিছুর উর্দ্ধে। ভিডিওর মধ্যে একাধিকবার, নিধীর পেট ও কোমর দেখা গেছে। দুজনেই বেশ গভীর চুম্বনে নিযুক্ত হয়েছিলেন। নায়িকা লাস্যময়ী এক্সপ্রেশন দেখে নিজেকে সামলানো দায় হয়ে উঠবে আপনার।
- Youtube Channel : ‘Wave Music Dhamaka’ নামের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছিল এই ভিডিও।
- Views : এখনও পর্যন্ত 11,91,91,176 জন দর্শক দেখে নিয়েছেন এই ভিডিও।