Bhojpuri Video: আম্রপালিকে ভুলে নতুন এই অভিনেত্রীর সাথে প্রকাশ্যে রাস্তায় রোমান্টিক মুডে খেসারি, বাচ্চাদের সামনে দেখবেন না

ভোজপুরি সিনেমা নিয়ে চর্চা যেন থামার নয়। দেশের দর্শকরা এখন এই সিনেমা ও তার গান গুলি দেখতে অভস্থ হয়ে গেছেন। তাই তো হামেশাই সেই গান গুলি ভাইরাল হয়। এবার নায়ক খেসারি লাল যাদব (Khesari Lal Yadav) ও নায়িকা সাহার আফশার (Sahar Afsha) জবরদস্ত রোমান্স মাখা একটা গান ভাইরাল হয়েছে।

  • Film : ‘মেহেন্দি লাগা কে রাখনা’ (Mehndi laga Ke Rakhna 3)
  • Song : হোথাওয়া সে মধু ছুঁয়ে (Hotwa Se Madhu Chuye)
  • Singer : খেসারি লাল ও খুসবু যাদব।
  • Song Story : মূলত এই গানটি একটি সম্পূর্ণ প্রেমের গান। যে কারণে যৌনতাকে দূরে রেখে ভালোবাসার পরিপূর্ণতাকে দেখানো হয়েছে এই গানে। সুন্দর শাড়িতে সাহারকে দেখা গেছে অসাধারণ নৃত্য করতে। খেসারি সেজেছেন চকমকি শার্ট ও ডেনিমে। নায়িকার শরীরের চাহুনি দেখলে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। দুজনের কেমিস্ট্রি এই গানে বেশ প্রাধান্য পেয়েছে। কিউট এক্সপ্রেশন দেখে আপনি সাহারের প্রেমে পড়তে বাধ্য। তবে আপনি অবশ্যই এই ভিডিওটি একা ঘরে দেখার চেষ্টা করবেন।

  • Youtube Channel : ‘Enterr 10 Rangeela’ নামের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছিলো।
    • Views : 2,59,23,074 জন দর্শক এই ভিডিওটি দেখে নিয়েছেন।