ঠোঁটের চারপাশে কালো ছোপ পড়েছে? চিন্তা না করে জেনেনিন কারণ ও সমাধান

নিজেকে আকর্ষণীয় করে তুলতে কেতাদুরস্ত পোশাক পরলেই হল না, ত্বকেও চাই বাড়তি জেল্লা। অনেকের ঠোঁটের চারপাশে কালো দাগছোপ থাকে। পুজোর আগে ঘরোয়া উপায়ে সেগুলি দূর করুন।

ঠোঁটের চারপাশে কালো দাগছোপ কীভাবে দূর হবে?

লেবু এবং মধু

ত্বকের যে কোনও দাগছোপ তুলতে লেবু দারুণ উপকারী। ত্বকের অন্যতম পুষ্টি কোলাজেনের পরিমাণও বাড়িয়ে তোলে লেবুর রস। একটি পাত্রে লেবুর রসের সঙ্গে মধু এবং দই মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ঠোঁটের চারপাশে লাগান। শুকিয়ে এলে ধুয়ে নিন।

আলুর রস

ভিটামিন, মিনারেলস সমৃদ্ধ আলু দাগছোপ দূর করে ত্বকের ঔজ্বল্য বৃদ্ধি করে। আলু বেটে রস বার করে মুখের চারপাশে লাগিয়ে রাখুন। শুকিয়ে খটখটে হয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। সুফল মিলবে।

পেঁয়াজের রস

পেঁয়াজে রয়েছে ভরপুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। তা ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি দাগছোপও দূর করে নিমেষে। ঠোঁটের চারপাশে কালো দাগছোপ দূর করতে এক দিন অন্তর ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস। পেয়ে যাবেন দাগছোপহীন ত্বক।