1 লিটারে কত কিমি চলে ভারতীয় রেল?

কোটি কোটি মানুষের নিত্য যাতায়াতের ভরসা ভারতীয় রেল। লোকাল হোক অথবা দূরপাল্লা সব ট্রেনেই রয়েছে বিশেষ SPF (স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন) সিস্টেম। সহজ ভাষায় বললে জ্বালানি দক্ষতা। ভারতীয়দের মধ্যে বরাবরই মাইলেজ নিয়ে একটি কৌতূহল থাকে।

শোরুমে নতুন গাড়ি কিনতে গিয়ে হোক কিংবা মোটরসাইকেল বা স্কুটার তার মাইলেজ না জানলে মনটা শান্তি হয়না। সিংহভাগ মানুষের প্রশ্ন থাকে এক লিটার পেট্রল বা ডিজেলে কত কিমি যেতে পারে সেই গাড়ি বা বাইক? যানবাহনের ক্ষেত্রে এর উত্তর পাওয়া গেলেও ট্রেনের ক্ষেত্রে বিষয়টি বেশ জটিল বলে মনে করেন অনেকে।

দেশের পরিবহণ মাধ্যমের গর্ব ভারতীয় রেল 1 লিটার জ্বালানিতে কত কিলোমিটার যেতে পারে সেই তথ্যই বলব আজ আপনাদের।
একটি ডিজেল ইঞ্জিন যখন 12টি বগি বিশিষ্ট এক্সপ্রেস ট্রেন দৌড় করায় তখন 4-4.5 লিটার জ্বালানিতে 1 কিলোমিটার মাইলেজ পাওয়া যায়।