কখনো ঠাণ্ডা বাতাস তো কখনো প্রখর রোদ। এই অবহাওয়ায় ত্বকের সমস্যাটি দেখা যায় সবচেয়ে বেশি। আবহাওয়ার সঙ্গে তাল মেলাতে গিয়ে ত্বক তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে।
ফলাফল স্বরূপ দেখা দেয় শুষ্ক, প্রাণহীন ও নিষ্প্রভ ত্বকের সমস্যা। এমন সময় ময়েশ্চারাইজার কিংবা জেল ব্যবহারেও খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না। তবে ত্বকের এমন বেহাল দশা থেকে মুক্তি দেবে মাত্র দুইটি উপাদান। প্রাকৃতিক এই দুইটি উপাদানের ব্যবহারেই ত্বক তার দৈন্যদশা থেকে মুক্তি পাবে।
এই উপাদান দুইটি সবার ঘরেই থাকে। একটি হলো কলা ও অন্যটি দুধ। সহজলভ্য এই উপাদান দুইটির মিশ্রণে তৈরি ফেসপ্যাকটি বিস্ময়করভাবে কাজ করে।
ফেসপ্যাক তৈরির জন্য বাটিতে অর্ধেকটি কলা ও ১-২ টেবিল চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। তৈরিকৃত পেস্টটি মুখ, গলা ও ঘাড়ে ম্যাসাজ করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে শুকানোর জন্য। শুকিয়ে গেলে কুসুম গরম জলে ধুয়ে নিতে হবে।
মুখ ধুয়ে নেওয়ার পরই পার্থক্যটি বোঝা যাবে। সপ্তাহে ২-৩ বার এই ফেসপ্যাকটি ব্যবহার করতে হবে।
RS