শখের লিপস্টিকটি ভেঙে গেলে স্বাভাবিকভাবেই মিন খারাপ হয়ে যায়। তবে ভেঙে যাওয়া লিপস্টিক ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন বিভিন্নভাবে। জেনে নিন কীভাবে কাজে লাগাবেন।
ভাঙা লিপস্টিক দিয়ে বানিয়ে ফেলতে পারেন নতুন একটি লিপস্টিক। এজন্য চামচ দিয়ে ভেঙে যাওয়া লিপস্টিক উঠিয়ে জ্বলন্ত মোমের ওপর ধরুন। গলে গেলে একটি খালি লিপস্টিকের প্যালেটে ভরে ফ্রিজে রেখে দিন। সেট হয়ে গেলে ব্যবহার করুন সেটি।
বানিয়ে ফেলতে পারেন লিপবাম। একটি পাত্রে খানিকটা পেট্রোলিয়াম জেলি নিয়ে ভেগে যাওয়া লিপস্টিক টুথপিক দিয়ে মিশিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে রেখে দিন। প্রয়োজন মতো বের করে ব্যবহার করুন লিপবাম হিসেবে।
গোলাপি লিপস্টিক ভেঙে গেলে সেটার সঙ্গে খানিকটা ময়েশ্চারাইজার মিশিয়ে ছোট বয়ামে রেখে দিন। ব্লাশ হিসেবে গালে ব্যবহার করতে পারবেন মিশ্রণটি।
লিপস্টিকের উপরের অংশ ভেঙে গেলে সেটা ব্রাশের সাহায্যে ব্যবহার করতে পারেন ঠোঁটে।