মাথার পাতলা চুল ঘন দেখানো হবে এই পদ্ধতি, জেনেনিন আপনিও

বেশিরভাগ নারীর অভিযোগ চুল পড়া। তবে যত্ন নিলে এই চুল পড়া কমানো সম্ভব। কিন্তু এরমধ্যে বাইরে যেতে গিয়ে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন? এমন হলে চটজলদি নানা রকম টোটকায় চুল ঘন দেখাতে পারেন। কী করলে আপনার পাতলা চুলও ঘন দেখাবে চলুন জেনে নেওয়া যাক।

বেশিরভাগ নারীর অভিযোগ চুল পড়া। তবে যত্ন নিলে এই চুল পড়া কমানো সম্ভব। কিন্তু এরমধ্যে বাইরে যেতে গিয়ে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন? এমন হলে চটজলদি নানা রকম টোটকায় চুল ঘন দেখাতে পারেন। কী করলে আপনার পাতলা চুলও ঘন দেখাবে চলুন জেনে নেওয়া যাক।

১। শ্যাম্পু-কন্ডিশনার: ভলিউমনাইজিং শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহার করুন। এমন কিছু শ্যাম্পু এবং বিশেষ করে কন্ডিশনার আছে যা চুল একটু পেতে রাখে। সেগুলোদ এড়িয়ে চলুন।

২। সিঁথি: যে দিকে রোজ সিঁথি করেন, সেটা বদলে ফেলুন। এতে করে চেহারাও অন্য রকম লাগবে এবং চুলও ঘন দেখাবে। এক দিকে সিঁথি করে করতে করতে অনেক সময় আমাদের সিঁথি চওড়া হয়ে চুল আরও পাতলা লাগে। এজন্য মাঝেমধ্যে সিঁথি পাল্টান।

৩। হাইলাইট: চুলের রং অনেক কিছু বদলে দিতে পারে। যদি ঠিক রং বেছে হাইলাইটস করাতে পারেন, তা হলে চুলে টেক্সচার তৈরি হয়। পাতলা চুলও ঘন দেখায়।

৪। ব্লো ড্রাই: চুল শুকনোর সময় উল্টো করে ব্লো ড্রাই করুন। তারপর একটি বড় চিরুনি দিয়ে উল্টো করেই আঁচড়ে নিন। দেখবেন নিমেষে চুল অনেক ঘন দেখাচ্ছে।

৫। ড্রাই শ্যাম্পু: চটজলদি কোনও সমাধানে চাইলে চুলের গোড়ায় ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন। স্প্রে করে নিলে অনেকটা ফোলা ভাব আসে চুলে।

৬। হেয়ার কাট: চুল খুব পাতলা হয়ে গেলে ভালো একটি হেয়ার সেলুন থেকে চুল কেটে নিন। অনেক ধরনের হেয়ার কাটে চুল বেশি ঘন লাগে। তেমন কোন স্টাইল আপনার মুখের সঙ্গে মানাবে জেনে নিয়ে কাটতে পারেন।

৭। দুটি পনিটেইল: মাথার উপরে একটি পনিটেল করে দেখলেন চুল খুব পাতলা লাগছে? সেক্ষেত্রে চুলের নিচের অংশে একটি এবং উপরের অংশে একটি পনিটেল করুন। এরপর উপরের পনিটেল দিয়ে নীচের অংশটা ঢেকে দিন।